মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

বেফাক পরীক্ষায় ঢালকানগর মাদরাসার বালিকা শাখা আয়েশা সিদ্দিকা রা. এর ঈর্ষণীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্য অর্জন করেছে রাজধানীর ঐতিহ্যবাহী বাইতুল উলুম ঢালকানগর মাদরাসার বালিকা শাখা আয়েশা সিদ্দিকা রা.।

আয়েশা সিদ্দিকা রা.বালিকা মাদরাসা (বালিকা শাখা মাদরাসা বাইতুল উলূম) বিগত বছরের মত এবারও ধারাবাহিক সফলতা অর্জন করেছে।
বালিকা শাখায় মোট পরীক্ষার্থী -১৩০ জন।

বাইতুল উলুম ঢালকানগর মাদরাসার বালিকা শাখা আয়েশা সিদ্দিকা রা. এর মুহতামিম ও ঢালকানগর পীর মুফতি মুফতি জাফর আহমাদ আওয়ার ইসলামকে বলেন, নারীদের জন্য আমি ব্যক্তিগতভাবে মাদরাসা করেছি। এমন মাদরাসা করেছি যেনো কোনো পুরুষ শিক্ষক কোনো মেয়ের কণ্ঠস্বর শুনতে না পারে। আর ইলমওয়ালা আর আমলওয়ারা মা তৈরি করা আমাদের মাকসাদ। ইলম আছে আমলা নেই এমন আলেম তৈরি করার আমাদের মাকসাদ না। আমাদের উদ্দেশ্য হলো আমাদের নারীরা যেনো আলেমা ও আমেলা হয়। আমলকারীনী হয়। আমাদের হাফেজারা যেনো হামেলে কুরআন হয়। এজন্যই আমরা আলাদাভাবে বালিকা শাখা করেছি। আলহামদুলিল্লাহ আমলে ও ইলেমে সর্বোচ্চ চেষ্টা করার কারণেই বাংলাদেশের বড় বড় আলেমদের মেয়েদের আমাদের মাদরাসায় ভর্তি করাচ্ছেন।

আমি ইচ্ছা করেই এ বালিকা শাখা তৈরি করেছি। আমরা চেষ্টা করি শরিয়াতে মুতাহ্হারা কে সামনে রেখে সর্বোচ্চ শরিয়াতের সব বিধান ঠিক রেখে পরিচালনা করতে। আমাদের আকাবিররা এসব মাদরাসার পক্ষে ছিলেন না। কিন্তু বর্তমানে বিশ্বজুড়ে নারীদের ক্ষমতায়নের সময়ে আমরা যদি আমাদের নারীদের দীনি শিক্ষায় শিক্ষিত না করি তারা তাদের মুকাবিলা করতে পারবে না। এজন্য আমি মনে করি নারীদের দীন শিক্ষা করা খুবই জরুরি।

বালিকা শাখার ফলাফল:

মেধাতালিকা: ৫৬ জন।
মুমতাজ: ৫৭ জন।
জা:জি: ৪৬ জন।
জাইয়্যিদ: ২০ জন।
মাকবুল : ৭ জন।

বিস্তারিত ফলাফল।
ফযীলত : পরীক্ষার্থী : ২৭ জন।

মেধা তালিকা: ৫ জন।
মুমতায : ৬ জন,
জা:জি: ১৪ জন,
জাইয়্যিদ: ৫ জন,
মাকবুল: ২ জন।

সানাবিয়া উলইয়া:
পরীক্ষার্থী : ২৯ জন। মেধাতালিকা : ৫ জন,
মুমতায : ৫ জন,
জায়্যিদ জিদ্দান: ৯ জন,
জাইয়্যিদ : ১১ জন,
মাকবুল: ৪ জন।

মুতাওয়াসসিতাহ : পরীক্ষার্থী : ৩৩ জন।
মেধা তালিকা : ১৯ জন, মুমতায : ১৯ জন, জায়্যিদ, জিদ্দান : ১২ জন,
জা: ২ জন।

ইবতিদাইয়্যাহ : পরীক্ষার্থী : ৪১ জন।
মেধাতালিকা : ২৭ জন,
মুমতায : ২৭ জন,
জায়্যিদ জিদ্দান : ১১ জন,
জা: ২ জন,
মাকবুল: ১ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ