বুধবার, ২২ মে ২০২৪ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১৪ জিলকদ ১৪৪৫

শিরোনাম :

সপ্তাহান্ত কিসমুল ফিকহ নিয়ে আসছে ইমাম শাইবানী ফিকহ একাডেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। ‘মুফতি তৈরী নয়, শিক্ষার্থীদের মাঝে ফিকহের যাওক ও তাফাক্কুহের প্রেরণা জাগাই’ প্রতিপাদ্য নিয়ে সাপ্তাহিক ফিকহ চর্চার অভিনব এক আয়োজন নিয়ে রমযানের পরে চালু হতে যাচ্ছে ‘ইমাম শায়বানী ফিকহ একাডেমী’ নামক হানাফী ফিকহে বিশেষায়িত একটি প্রতিষ্ঠান।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারকে কাজে লাগিয়ে ফিকহ ও উসূলুল ফিকহের উচ্চতর গ্রন্থগুলো পাঠ; আর সপ্তাহজুড়ে মুতালা’আ ও তামরীনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সামনে ফিকহের সুবিশাল জগতে প্রবেশদ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দিন মাকনুন বলেন, ‘ইমাম শাইবানী ফিকহ একাডেমির উদ্দেশ্য কেবল তথাকথিত মুফতি তৈরী করা নয়, ফিকহ ও উসূলুল ফিকহের নির্ভরযোগ্য কিতাবগুলো পাঠদানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে ফিকহের যাওক ও তাফাক্কুহের প্রেরণা সৃষ্টিই এর লক্ষ্য।’

গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে রমযানের পর থেকে শুরু হতে যাওয়া বছরব্যাপী এই কোর্সটিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর অঙ্গপ্রতিষ্ঠান ‘আত তুরাস একাডেমি’র একটি বছরব্যাপী সপ্তাহান্ত আদব কোর্স সাফল্যের সাথে সমাপ্তিতে পৌঁছেছে রমযানের পূর্বে।

ইমাম শাইবানী ফিকহ একাডেমীর মুশরিফ ও প্রধান মুফতি সাইফুল ইসলাম কাসেমী বলেন, ‘বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার উৎকর্ষের ফলে উস্তাদদের কাছ থেকে ছাত্রদের ‘ইস্তিফাদার’ স্বতঃসিদ্ধ ধারা রক্ষা করা এখানে খুবই সহজ হবে।

মুখোমুখি পাঠদানের সময়কাল তুলনামূলক সংক্ষিপ্ত হলেও ব্যক্তিগত মুতালা’আ, তামরীন ও পর্যাপ্ত হোমওয়ার্কের প্রত্যক্ষ তদারকির মাধ্যমে সেই ঘাটতি পূরণ করে নিতে আমরা সচেষ্ট থাকবো। একটা সময় প্রাতিষ্ঠানিক ‘ইফতা’ ছিলো না। কেবল ব্যক্তিগত মুতালা’আ এবং উস্তাদদের সাহচর্যের ফলে প্রখ্যাত সব মুফতি তৈরী হয়েছে। আমরা শিক্ষার্থীদের মাঝে মুতালা’আর স্পৃহা ও যাওক সৃষ্টি করায় সর্বোচ্চ গুরুত্ব দিবো ইনশাআল্লাহ।’

প্রতিষ্ঠানটির উস্তায মুফতি আদীব মারুফ বলেন, ইমাম শাইবানী ফিকহ একাডেমীর কার্যক্রম নানামুখী। সঙ্কোচময় এক পৃথিবীতে সত্যকে এড়িয়ে না গিয়ে সৎসাহসী ফতোয়া প্রদানে অগ্রণী ভূমিকা পালন করা প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। ব্যক্তিগত ও গোষ্ঠিগত চোখ রাঙানি উপেক্ষা করে নির্দ্বিধায় যে কোনো ফিকহি সমাধান খুঁজে বের করতে প্রস্তুত করা হবে শিক্ষার্থীদেরকে।

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার আগেই ‘ইমাম শাইবানী ফিকহ একাডেমী’র নাম ইতোমধ্যে মুখে মুখে ছড়িয়ে পড়েছে দেশের ইলমী মহলগুলোতে। অনেকেই সাধুবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যতিক্রমী এই উদ্যোগকে। তাঁদেরই একজন ঢাকার স্বনামধন্য মাদরাসা জামিয়া আরাবিয়া বাইতুস সালাম এর উসতাযুল হাদীস মুফতি ইসমাঈল বিন ইসহাক বলেন, মুফতি ‘লকব’ ধারণের প্রবণতা পরিহার করে ফিকহ চর্চা, জনমানুষের কাছে মাসায়েল ব্যক্ত করার নিয়ম-নীতি ও ফাতওয়ার কিতাব ঘেঁটে যুৎসই সমাধান বের করায় শিক্ষার্থীদেরকে প্রস্তুত করে তোলার প্রতি ইমাম শাইবানী ফিকহ একাডেমীর এই সদিচ্ছা প্রশংসনীয়।’

প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি আব্দুস সালাম ইবনু হাশিম বলেন, ‘হানাফী ফিকহের মহান ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান আশ শাইবানী রহ.–এর পুণ্যবান নামে নামাঙ্কিত হয়ে যাত্রা শুরু করেছে ‘ইমাম শাইবানী ফিকহ একাডেমী।’ আপাদমস্তক ফিকহে হানাফীর মুখপাত্র হিসেবে ফিকহ ও ফতোয়ার জগতে পদার্পণকারী প্রতিষ্ঠান হিসেবে সকলের দু’আ কামনা করছি।’

প্রতিষ্ঠানটির শিক্ষা বিষয়ক নির্বাহী মুফতি সিফাতুল্লাহ বলেন, দেওবন্দ, হায়দারাবাদ ও শাহী মুরাদাবাদের কিসমুল ইফতার অনুকরণে, মৌল-প্রাচীন ও আধুনিক গ্রন্থাবলীর সমন্বয়ে আমাদের এই নেসাব প্রণয়ন করা হয়েছে। থাকছে দ্বিমাসিক মুহাদারাতের আয়োজন, এতে অংশ নেবেন স্বনামধন্য মুফতিগণ। বিতর্ক–তামরীন–মাকালা লিখন সবমিলিয়ে ছাত্রদের প্রশিক্ষণ হবে হাতে-কলমে, কেবল তাত্ত্বিকভাবেই নয়। আর বছর শেষে উত্তীর্ণ ছাত্রদের জন্য সনদপত্র তো থাকছেই।

অভিনব মানহাজ ও মানহাজিয়্যাতের উপর বিনির্মিত এই কিসমুল ফিকহ–এর ভর্তি কার্যক্রম ইতিমধ্যে আরম্ভ হয়ে গিয়েছে। কওমী মাদরাসার দাওরা হাদীস ও আলীয়া মাদারসার ফাদিল সম্পন্নকারী শিক্ষার্থীগণ কেবল এখানে ভর্তির জন্য মনোনীত হবেন। আগ্রহীরা নিম্মলিখিত নাম্বারে যোগাযোগ করে ভর্তি নিশ্চিত করতে পারবেন— ০১৮২৯ ৬৬ ৯৯ ২১০১৯৬৬ ৪৯ ৮৫ ০৫

কিংবা সরাসরি আমাদের কার্যালয়ে এসেও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আমাদের ঠিকানা— ১/জি, বৌবাজার রোড, পূর্ব রামপুরা (বেটার লাইফ হাসপাতালের পেছনে) ঢাকা -১২১৯

আগ্রহীদের সুবিধার্থে ইমাম শাইবানি ফিকহ একাডেমী তাদের পাঠ্যবই তালিকা প্রকাশ করেছে—
১. বিষয় : হুদুদ ও কিসাস
গ্রন্থ : আন নুতাফ ফিল ফাতাওয়া (পাঠ্যবই)লেখক : আবুল হাসান আলী আস সুগদী
গ্রন্থ : আল হুদুদ ফিল ইসলাম (সহায়ক গ্রন্থ)লেখক : আহমাদ ফাতহি বাহনাসী
২. বিষয় : যাবাঈহ
গ্রন্থ : আল মুহিতুল বুরহানী (পাঠ্যবই)লেখক : বুরহান উদ্দীন আবুল মা’আলী আল বুখারী
গ্রন্থ : আয-যাবাঈহ (সহায়ক গ্রন্থ)লেখক : হুসাইন আব্দুল্লাহ আল উবাইদী
৩. বিষয় : আশরিবা
গ্রন্থ : আল বাহরুর রাঈক (পাঠ্যবই)লেখক : যাইনুদ্দীন ইবনু নুজাইম
গ্রন্থ : আল খমর ওয়াল মুখাদ্দিরাত ফিল ইসলাম (সহায়ক গ্রন্থ)লেখক : আহমাদ ফাতহি বাহনাসী
৪. বিষয় : আল হাযরু ওয়াল ইবাহা
গ্রন্থ : রাদ্দুল মুহতার (হাশিয়াতু ইবনি আবিদীন) (পাঠ্যবই)লেখক : ইবনু আবিদীন আশ শামী
গ্রন্থ : আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম (সহায়ক গ্রন্থ)লেখক : ইউসুফ আল কারদাভী
৫. বিষয় : ফারাইয
গ্রন্থ : আস সিরাজী ফিল মিরাস (পাঠ্যবই)লেখক : মুহাম্মাদ আব্দুর রশিদ আস সাজাওয়ান্দী
গ্রন্থ : কিতাবুল মুগীস বি আদিল্লাতীল মাওয়ারিস (সহায়ক গ্রন্থ)লেখক : মুহাম্মাদ আল উমারী
৬. বিষয় : উসুলুল ইফতা
গ্রন্থ : শারহু উকুদি রসমিল মুফতি (পাঠ্যবই)লেখক : ইবনু আবিদীন শামী
গ্রন্থ : ফাতওইয়া নাওইসি কি রাহনুমা উসূললেখক : মুফতি সালমান মানসুরপুরী (পাঠ্যবই)
গ্রন্থ : উসুলুল উফতা (সহায়ক গ্রন্থ)লেখক : মুফতি ত্বকী উসমানী
৭. বিষয় : কাওয়াঈদুল ফিকহ
গ্রন্থ : আল আশবাহ ওয়ান নাযাঈর (পাঠ্যবই)লেখক : যাইনুদ্দীন ইবনু


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ