বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন এক ভক্ত তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 'নসিহত' অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ‘মামলা না থাকলেও’ গ্রেপ্তারের নির্দেশ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ বিবৃতি দিল ছাত্রশিবিরসহ ১৮ ছাত্রসংগঠন ২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ

৫৩ বছর দায়িত্ব পালন: মসজিদের ইমামকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন।।।
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ হাসান সাহেবের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মসজিদের ইমাম হাফেজ মোঃ হাসান সাহেবকে বিদায় জানাচ্ছেন মসজিদের কমিটির নেতৃবৃন্দ। দীর্ঘ ৫৩ বছর এক মসজিদে ইমামের দায়িত্ব পালনের পর ওই ইমামকে সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে। বিদায়কালে ১০ লাখ টাকা, ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়।

শনিবার ১৮ মার্চ উপজেলার গোসিংগা মধ্যমবাজার বেলা ৩ টার সময় মসজিদের ইমাম হাফেজ মোঃ হাসান সাহেবকে এই বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গোসিংগা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার ইসমাঈল আওয়ার ইসলামকে বলেন, আমার জানামতে ৫৩ বছর দায়িত্ব পালনকালে এক দিনও ছুটি নেননি ইমাম। আমাদের ইমাম সাহেবকে সংবর্ধনার মাধ্যমে সন্মানি দিয়ে বিদায় দেওয়ায় সত্যিই ভালো লাগলো।

ওই সময় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাইদুর রহমান শাহীনের সভাপতিত্বে ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ মিনহাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল আলম প্রধান।

বিশেষ মেহমান আল্লামা আশেকে মোস্তফা সাহেব ও হযরত মাওলানা মোঃ হাফিজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গোসিংগা বাজার কমিটির সভাপতি বোরহান উদ্দিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ