বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ।। ৩ পৌষ ১৪৩২ ।। ২৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
রাজনীতি না বদলালে জনগণের ভাগ্য বদলাবে না: মাহমুদুর রহমান মান্না মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলে সঙ্গে সঙ্গে গ্রেফতার: জেলা প্রশাসক তারেক রহমানের প্রত্যাবর্তন- নেতাকর্মীদের ঢাকায় আনতে বিশেষ ট্রেন রিজার্ভ চাইলো বিএনপি বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ওয়াজ-মাহফিলে বিধি-নিষেধ আরোপ করে ইসি ধর্মীয় স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ করেছে: ইসলামী আন্দোলন ফেনীতে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা, পুড়ল ৩ মোটরসাইকেল জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হাদির বোনের হুঁশিয়ারি জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘ভারতকে এমন শিক্ষা দিয়েছি, কোনোদিন ভুলবে না’

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে ১ম আন্তর্জাতিক ও ১২ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী শনিবার (৪ মার্চ) মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড় থেকে পশ্চিম দিকে অবস্থিত কুরআনিক বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মপ্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহসভাপতি আল্লামা সাজিদুর রহমান।

গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে থাকবেন মিশরের খ্যাতিমান কারী শায়েখ সিদ্দিক আল মিনশাওয়ীর ছেলে কারী মাহমুদ শায়েখ সিদ্দিক আল মিনশাওয়ী ও হুফফাজুল কুরআন বাংলাদেশ’র সভাপতি শাইখুল হুফফাজ শায়েখ আব্দুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ, নূরানী, নাযেরা ও হিফজ মাদরাসার সিলেবাস লেখক শায়েখ নেছার আহমদ আন নাছিরী।

১ম আন্তর্জাতিক ও ১২ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে কুরআন প্রেমী সব মানুষকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন বিশ্বমানের হাফেজ তৈরির কারিগর হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী।

তিনি বলেন, হিফজুল কুরআন প্রতিযোগিতা’র এসব আয়োজন দিন দিন মানুষের মাঝে কোরআনপ্রেম বৃদ্ধি করছে। এছাড়া এসব আয়োজন থেকে তৈরি হচ্ছে বিশ্বজয়ী হাফেজ। গ্র্যান্ড ফিনাল যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এবং মানুষের মাঝে কোরআনপ্রেম জাগিয়ে তুলতে পারে সেই দোয়া চাই।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ