শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৪ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরসহ আহত বেশ কয়েকজন বাড্ডা থানা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: অধ্যক্ষ মোস্তফা কামাল নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা : বাংলাদেশ খেলাফত মজলিস

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে ১ম আন্তর্জাতিক ও ১২ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী শনিবার (৪ মার্চ) মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড় থেকে পশ্চিম দিকে অবস্থিত কুরআনিক বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মপ্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহসভাপতি আল্লামা সাজিদুর রহমান।

গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে থাকবেন মিশরের খ্যাতিমান কারী শায়েখ সিদ্দিক আল মিনশাওয়ীর ছেলে কারী মাহমুদ শায়েখ সিদ্দিক আল মিনশাওয়ী ও হুফফাজুল কুরআন বাংলাদেশ’র সভাপতি শাইখুল হুফফাজ শায়েখ আব্দুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ, নূরানী, নাযেরা ও হিফজ মাদরাসার সিলেবাস লেখক শায়েখ নেছার আহমদ আন নাছিরী।

১ম আন্তর্জাতিক ও ১২ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে কুরআন প্রেমী সব মানুষকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন বিশ্বমানের হাফেজ তৈরির কারিগর হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী।

তিনি বলেন, হিফজুল কুরআন প্রতিযোগিতা’র এসব আয়োজন দিন দিন মানুষের মাঝে কোরআনপ্রেম বৃদ্ধি করছে। এছাড়া এসব আয়োজন থেকে তৈরি হচ্ছে বিশ্বজয়ী হাফেজ। গ্র্যান্ড ফিনাল যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এবং মানুষের মাঝে কোরআনপ্রেম জাগিয়ে তুলতে পারে সেই দোয়া চাই।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ