শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

গোপালগঞ্জ উলামা পরিষদ’র উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জ উলামা পরিষদ-এর উদ্যোগে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন।

জানা যায়, আগামীকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত পর্যন্ত মদিনাতুল উলুম মাদরাসার পার্শ্ববর্তী নিলামাঠে এ আয়োজন অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন গোপালগঞ্জ উলামা পরিষদ-এর সভাপতি মুফতি মাহমুদুল হাসান।

বিদেশী মেহমানদের মধ্যে উপস্থিত থাকবেন মক্কা শরীফ থেকে আগত শায়েখ ওমর বিন আব্দুল হাফিজ মক্কী, মদিনা শরীফ থেকে আগত শায়েখ আহমাদ বিন আব্দুল অহিদ মাদানী, দারুল উলুম দেওবন্দের সম্মানিত সিনিয়র উস্তাদ মাওলানা মুজাম্মিল সাহেব বাদায়ূনী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, গওহরডাঙ্গা মাদরাসার শায়খুল হাদীস ও নায়েবে মোহতামিম মুফতি রউফ (ঢাকার হুজুর)।

আমন্ত্রিত মাশায়েখ ও ওয়ায়েজীনে কেরামের মধ্যে উপস্থিত থাকবেন, প্রফেসর হামিদুর রহমান, মুফতি জসিম উদ্দিন (হাটহাজারী), মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা কবিরুল ইসলাম (কোটালীপাড়া), মাওলানা আবুল বাশার মুহা. সাইফুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান (গোপালগঞ্জ), মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব, মধুপুর), মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক, মাওলানা মাহফুজুল হক (বেফাক মহাসচিব), মুফতি জাফর আহমাদ (ঢালকানগর), মাওলানা নুরুল হক (বাঁশবাড়িয়া), হযরত মাওলানা মুশতাকুন্নবী, মাওলানা হেলালুদ্দিন (ফরিদপুর), মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা আকরাম আলী (বাহিরদিয়া), মাওলানা হাফেজ ইসমাঈল ইবরাহীম, মাওলানা মুশতাক আহমাদ (দারুল উলুম, খুলনা), মাওলানা আনোয়ারুল করীম (যশোর), মুফতি মুজিবুর রহমান (দড়াটনা, যশোর), মাওলানা নুরুল হক (কাশিয়ানী), মাওলানা নিয়ামাতুল্লাহ ফরিদী (জামিয়াতুস সুন্নাহ), মাওলানা নাসির আহমাদ, মাওলানা আনিসুজ্জামান (পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমী ইফাবা), মাওলানা মুফতি ইয়াহইয়া (মাসনা মাদরাসা), মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা উবাইদুর রহমান মাহবুব (বরিশাল), মাওলানা আলী আহমাদ (চণ্ডিবর্দী, মাদারীপুর), মাওলানা মুফতি মাসুম বিল্লাহ (দৌহিত্র, সদর সাহেব রহ.)।

গোপালগঞ্জ উলামা পরিষদ-এর সাধারণ সম্পাদক মুফতী শুয়াইব ইবরাহীম আন্তর্জাতিক ইসলামী সম্মেলন বিষয়ে বলেন, সদ্য গঠিত গোপালগঞ্জ জেলার সর্বস্তরের ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম উলামা পরিষদ গোপালগঞ্জ এর উদ্যোগে গোপালগঞ্জের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মরণকালের ঐতিহাসিক এক ইসলামী মহাসম্মেলন। মাত্র ৩ সপ্তাহ সময় হাতে নিয়ে উদ্যোগ নেয়া হয়েছে এই মহাসম্মেলনের। তথাপি আল্লাহ তায়ালার মেহেরবানীতে দেশবরেণ্য শ্রেষ্ঠ ওলামায়ে কেরামের দাওয়াত গ্রহণ, আঞ্চলিক ওলামায়ে কেরামের স্বতঃস্ফূর্ত সাড়াপ্রদান এবং সর্বস্তরের তৌহিদী জনতার মাঝে নবজাগরণ সৃষ্টি হওয়ায় আগামীকালের এই মহাসম্মেলন হতে যাচ্ছে গোপালগঞ্জের জন্য এক ঐতিহাসিক নক্ষত্রের মিলন মেলা। সবাইকে এই মহা সম্মেলনের দাওয়াত দিচ্ছি এবং এর সফলতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ