রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের হাদির কবর জিয়ারত কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী

‘দুর্যোগে মৃত্যু ঝুঁকি হ্রাসে বাংলাদেশ রোল মডেল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্যোগে মৃত্যু ঝুঁকি হ্রাসে বাংলাদেশ রোল মডেল বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

তিনি বলেছেন, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার ঝুঁকি কমাতে আগাম সতর্কবার্তা এবং প্রস্তুতি গ্রহণ করা হয়। ফলে মৃত্যু ঝুঁকি শূন্যতে নেমে আসায় দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল।

আজ বুধবার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজনে ‘বাংলাদেশে দুর্যোগের ঝুঁকি হ্রাস ও প্রশমনে আগাম সতর্কবার্তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ডা. মো. এনামুর রহমান বলেন, দুর্যোগের আগাম সতর্কবার্তা গ্রহণের কারণে আমরা অনেক সফলতা অর্জন করেছি। আমাদের দেশে দুর্যোগ লাঘবের ক্ষেত্রে নারী সেচ্ছাসেবীরা যে ভূমিকা পালন করে যাচ্ছেন, তা খুবই প্রশংসনীয়। বর্তমানে উপকূলীয় এলাকায় সিপিপির ৭৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন, যার অর্ধেকই নারী। ফলে উপকূলীয় এলাকায় নারীদের মধ্যে দুর্যোগের আগাম প্রস্তুতি তুলনামূলক অনেক বেড়েছে। এছাড়া নিরাপদ আশ্রয়গ্রহণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় করণীয় সম্পর্কে সচেতনতাও লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, দুর্যোগে আগাম সতর্কবার্তা ও জীবন রক্ষাকারী সেবা দেওয়ায় নারীদের অংশগ্রহণ বেড়েছে। সে কারণে ঘূর্ণিঝড়ে নারীদের মৃত্যুর হার কমেছে। ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে নারী-পুরুষ মৃত্যুর অনুপাত ছিল ১৪:১, ১৯৯১ সালে ৫:১, ২০১৭ সালে ২:১ এবং বর্তমানে এ অনুপাত ১:১। এ সবকিছুই সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীসহ দেশের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ