বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় জমিয়ত মিলনায়তনে কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর সভাপতিত্বে কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী, মাওলানা জোনায়েদ আল হাবীব। প্রধান বক্তার বক্তব্যে রাখেন জমিয়ত মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান মাজহারী, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মাওলানা মকবুল হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজাল হোছাইন রহমানী, মাওলানা তাজুল ইসলাম আশরাফী, সহকারী প্রচার সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি এখলাছুর রহমান রিয়াদ প্রমুখ।

কাউন্সিলে মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীকে সভাপতি, মাওলানা মাহবুবুল আলমকে সিনিয়র সহসভাপতি, মাওলানা বশিরুল হাসান খাদিমানীকে সাধারণ সম্পাদক, মাওলানা নূরুল আলম ইসহাকীকে যুগ্ম সম্পাদক ও মাওলানা বিন ইয়ামিনকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ