আওয়ার ইসলাম ডেস্ক: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ৩০টি আসনও পাবে না আওয়ামী লীগ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে সতর্ক করে দিয়েছে তিনি বলেছেন, যদি ভালো চান জনগণের ভাষা বুঝে নিরাপদ প্রস্থান করুন।
গাজীপুরের কাপাসিয়ায় এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে একথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না-এই ভয়েই তত্ত্ববধায়ক সরকার দেওয়া হবে না বলে সারাক্ষণ বলে যাচ্ছেন মন্ত্রীরা।’
সামনে কঠিন সময় উল্লেখ করে তিনি বলেন, ‘এই লড়াই বাঁচবার লড়াই, সমস্ত পথকে সরকার বন্ধ করে দিয়েছে। ওরা আমার ভাত নিয়ে যাচ্ছে। দেশে আজ বিচার পাওয়া যায় না।পুলিশ আমাদের বন্ধু।’
তিনি বলেন, ‘গোটা পৃথিবী জানে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার নাই,তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তিন দফা ডাকাতি করে ক্ষমতায় এসেছে তারা।’
আওয়ামী লীগের কোমর ভেঙে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে লাঠি হাতে নিতে হয় না, আপনাদের কোমর ভেঙে গেছে তাই র্যাব, পুলিশের ওপর নির্ভর করে হাঁটছেন।’
তিনি বলেন, ‘মিথ্যা কথা বলে প্রতারণা করে টিকে আছে আওয়ামী লীগ।’ আওয়ামী লীগ লুটপাট করছে উল্লেখ করে তিনি বলেন, ‘লুটপাট আর চলবে না, দুর্নীতি চলবে না।’
-এসআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        