শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭


এবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন গ্রিক তরুণী এমিলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন গ্রিক তরুণী এমিলিয়া।

গত সপ্তাহের মাঝামাঝিতে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ চানাক্কালের দারুল ইফতায় একটি ঘরোয়া অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করেন তিনি।

গ্রিক ওই তরুণীর নাম এমিলিয়া সিরাকো। চানাক্কালের সহকারী মুফতি শায়খ মোহাম্মদ আলির কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত হন তিনি।

ওই অনুষ্ঠানে শায়খ মোহাম্মদ আলি এমিলিয়া সিরাকোকে সত্য ধর্ম ইসলামে প্রবেশ করায় উষ্ণ অভ্যর্থনা জানান এবং এ সময় তার উদ্দেশে ইসলামের মৌলিক শিক্ষা তুলে ধরেন। একইসাথে জীবনে তা বাস্তবায়নের জন্য গুরুত্বারোপ করেন শায়খ মোহাম্মদ আলি।

অনুষ্ঠান শেষে এমিলিয়াকে জর্মান ভাষার একটি পবিত্র কুরআনের প্রতিলিপি, একটি তাফসির ও ইসলামী ফিকহের একটি গ্রন্থ উপহার দেয়া হয়। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ