বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করলো পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ইলেকট্রনিক মিডিয়ার নিয়ন্ত্রক সংস্থা (পেমরা)।

ইসলামাবাদের এক মিছিল থেকে রাষ্ট্রীয় সংস্থা ও সরকারি কর্মকর্তাদের প্রতি হুমকি প্রদান করেন ইমরান খান। আর এর ঘণ্টাখানেক পরই এই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো। খবর জিও নিউজের।

গত সপ্তাহে ইমরান খানের সহযোগী শাহবাজ গিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হন। গিলের সাথে ঘটে যাওয়া আচরণের জন্য শনিবার (২০ আগস্ট) ইসলামাবাদে এক জনসমাবেশের ভাষণে এক শীর্ষ পুলিশ কর্মকর্তা, একজন মহিলা ম্যাজিস্ট্রেট, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন ইমরান খান।

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়ার নিয়ন্ত্রক সংস্থা (পেমরা) শনিবার এক বিবৃতিতে বলেছে, বারবার সতর্কতা সত্ত্বেও টেলিভিশন চ্যানেলগুলো ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের’ বিরুদ্ধে বক্তব্য সম্প্রচার বন্ধ করার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এটা লক্ষ্য করা গেছে যে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান তার বক্তৃতা ও ভাষণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ভিত্তিহীন অভিযোগ এবং ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ করে যাচ্ছেন। তার এসব বক্তব্য রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ক্ষতিকর এবং এতে জনসাধারণের শান্তি বিঘ্নিত হতে পারে।

পেমরা আরও বলেছে, ইমরান খানের বক্তৃতা সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন এবং মিডিয়ার আচরণবিধির বিরুদ্ধাচরণ। তবে, ইমরান খানের রেকর্ডকৃত বক্তৃতাই কেবল ঠিকভাবে পর্যবেক্ষণ, সম্পাদন ও যথেষ্ট বিলম্বের পর টেলিভিশনে সম্প্রচারের অনুমতি পেতে পারে।

-আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ