বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

রংপুরে ধর্ষণের ২০ বছর পর ২ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ দুই দশক পর রংপুরের মিঠাপুকুরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবনুাল-১ এই দণ্ডাদেশ দেয়।

রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবনুালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক হাসনাইন জানান, ২০০২ সালের ১৪ মে মিঠাপুকুরের মুরাদপুর গ্রামের আব্দুল আজিজের কিশোরী কন্যা পার্শ্ববর্তী বড় বোনের বাড়িতে গিয়ে রাত ৮ টার সময় পাশের টিউবওয়েলের পানি আনতে যায়। এ সময় রফিকুল ইসলাম ও শাহ আলম নামের দুই তরুণ তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে পাশের একটি জমিতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা না নেয়ায় আদালতে মামলা দায়ের করে কিশোরীর পিতা আব্দুল আজিজ। তদন্ত শেষে ওই বছরের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই খলিলুর রহমান দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়।

মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবনুাল-১ আদালতের বিচারক মোস্তফা কামাল রফিকুল ইসলাম ও শাহ আলমকে দোষী সাব্যস্ত করে অপহরণের জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং সংঘবদ্ধ ধর্ষণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। এ ছাড়াও আদালত উভয় দণ্ড এক সাথে পালন করার আদেশ দেন।

পিপি আরও বলেন, দীর্ঘ দুই যুগ পরে হলেও কিশোরীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এই রায়ে সন্তুষ্ট পরিবারের লোকজন। পরে আদালতের কাঠগড়া থেকে দণ্ডপ্রাপ্তদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ