শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

জ্বালানি নিরাপত্তা হট টপিক: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, বর্তমানে জ্বালানি নিরাপত্তা সবচেয়ে বড় ইস্যু। এনিয়ে ‘ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্স’ সভায় আলোচনা হবে। এটি একটি হট টপিক।

আগামী ২৭ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য ২০তম ‘ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্স’ সভা উপলক্ষে রোববার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মিশর ও ইন্দোনেশিয়ার মন্ত্রী, মালয়েশিয়ার ডেপুটি সেক্রেটারি জেনারেল, নাইজেরিয়ার প্রতিমন্ত্রী, তুরস্কের ডেপুটি মন্ত্রী, পাকিস্তানের প্রতিমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সভায় যোগ দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে সভায় খাদ্য নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা হতে পারে।

ডি-৮ সদস্য মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় আকাশ পথে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তাছাড়া সদস্য দেশগুলো পর্যটনে খুব ভালো। তাদের কাছে আমাদের শেখার আছে।

আজারবাইজান ডি-৮ সদস্য হতে আবেদন করেছে। এই সভায় তা নির্ধারণ হবে বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ