আওয়ার ইসলাম ডেস্ক: ইংল্যান্ডে চলছে তীব্র দাবদাহ। এই দাবদাহ থেকে বাঁচতে সব ধর্মাবলম্বীদের জন্য মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কয়েকটি মসজিদ। মসজিদ কর্তৃপক্ষ মনে করছে, এতে আশ্রয়হীন ও ভাসমান মানুষের পাশাপাশি পথিকরাও গরমের তীব্রতা থেকে আত্মরক্ষার সুযোগ পাবে।
চলতি সপ্তাহে তীব্র তাপমাত্রার কারণে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা বিভাগ চতুর্থ ‘তাপ স্বাস্থ্য সতর্কবার্তা’ জারি করেছে।
যেসব মসজিদ সাধারণ মানুষের জন্য দরজা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তাদের একটি ম্যানচেস্টারের লংসাইটে অবস্থিত মক্কি মসজিদ। মসজিদ দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদে আশ্রয় গ্রহণকারীদের জন্য শীতল পানিরও ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদের একজন মুখপাত্র লেখেন, এটা আমরা প্রতিবেশীর প্রতি দায়িত্বপালন হিসেবেই দেখি। ইসলাম প্রতিবেশীদের পাশে থাকার তাগিদ দিয়েছে। বিশেষত কঠিন সময়ে। সূত্র: অ্যাবাউট ইসলাম
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        