শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত ঋতুরাজ শরৎ: মানুষ ও প্রকৃতির উচ্ছ্বাস হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট

পরিচয় লুকিয়ে মক্কায় ইহুদি সাংবাদিক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অমুসলিমদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি জানা সত্ত্বেও ইসরায়েলি এক ইহুদি সাংবাদিক মক্কা নগরী ও আরাফাতের পাহাড়গুলোতে ঘুরে বেড়িয়েছেন। বিষয়টি তিনি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন। খবর ব্লুমবার্গ।

খবরে বলা হয়, গিল তামারি নামের ওই ইসরায়েলি সাংবাদিক ভালোভাবেই অবগত ছিলেন, মক্কা ইসলামের একটি পবিত্র শহর এবং অমুসলিমদের জন্য এতে প্রবেশের অনুমতি নেই। তারপরও তিনি গোপনে মক্কা নগরীতে প্রবেশ করেন এবং মাউন্ট আরাফাত পরিদর্শন করেন।

এক ভিডিওতে তামারি উল্লেখ করেন, আমিই প্রথম ইসরায়েলি সাংবাদিক যিনি এখান থেকে লাইভ সম্প্রচার করছেন, এমনকি হিব্রু ভাষাতেও সম্প্রচার করছেন। তামারির এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

তামারি উল্লেখ করেন, মক্কা যাওয়া তার জীবনের একটি বড় স্বপ্ন ছিল। মক্কায় কীভাবে ঘোরাঘুরি করলেন, সে ব্যাপারে তিনি জানান, যে ব্যক্তি তাকে মক্কা শহরের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে রাজি হয়েছিল তার জানা ছিল না তামারি একজন ইসরায়েলি সাংবাদিক।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরব সফরের কয়েকদিন পর তামারির ভিডিওটি প্রকাশ্যে আসে। সম্প্রতি সৌদি আরব এতদিন ধরে বন্ধ থাকা ইসরায়েলি ক্যারিয়ার ও ফ্লাইটের জন্য তার আকাশসীমা উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মার্কিন-স্পন্সরড আব্রাম অ্যাকর্ড চুক্তিতে সই করে ইসরায়েল। দেশটির সঙ্গে নানা ধরনের গোপন সম্পর্ক থাকা থাকলেও সৌদি আরব এখনো এ ধরনের কোনো চুক্তিতে যোগ দেয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ