বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

‘দেশের অর্থনীতি যতটা খারাপ বলা হচ্ছে, বাস্তবে তেমনটা নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের অর্থনীতি যতটা খারাপ বলা হচ্ছে, বাস্তবে তেমন নয় বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অনেক দেশের তুলনায় আমাদের অর্থনীতি এখনও ভালো অবস্থানে রয়েছে।

বুধবার (২০ জুলাই) দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের রিজার্ভ এক যুগ আগের চেয়ে এখন অনেক ভালো। ২০০৯ সালে আমরা যখন ক্ষমতায় আসি, তখন রিজার্ভ ছিল ১০ বিলিয়ন ডলার। সেটা এখন ৪০ বিলিয়নে গেছে। কেউ কেউ ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, সারাবিশ্বে কোথায় কি হচ্ছে, সেটির খোঁজখবর আমরা রাখি। সেখানে কীভাবে নিজেদের সুন্দরভাবে অ্যাকোমডেট করতে পারি, সেটাও আমরা চিন্তা করে রাখি। মূল্যস্ফীতি নিয়ে গণমাধ্যমে এসেছে গত মাসে ৭ দশমিক ৫৬ শতাংশ মূল্যস্ফীতির পরিমাণ। যেটা ৯ বছরের মধ্যে সর্ববৃহৎ, মূল্যস্ফীতি হবে এক বছরের গড়।

মন্ত্রী বলেন, ৭ দশমিক ৫৬ শতাংশ মূল্যস্ফীতি নিয়ে আপনারা আতঙ্কিত। আমরা যখন দায়িত্বগ্রহণ করি, ২০০৯ সালে তখন মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩ শতাংশ। আমরা সেখান থেকে শুরু করে এখন যে মূল্যস্ফীতি সেটা যদি মাস থেকে মাস ধরেন, সেখানে এক রকম হিসাব পাবেন। কিন্তু মাস থেকে মাস মূল্যস্ফীতি হিসাব করি না। আমরা করি গড় মূল্যস্ফীতির হিসাব। এখনো আমাদের গড় মূল্যস্ফীতির পরিমাণ ৫ দশমিক ৯ শতাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ