আন্তর্জাতিক ডেস্ক: সর্বদলীয় সরকারের পথ তৈরি করতে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
শনিবার (৯ জুলাই) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এমন সময় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, যখন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে পদত্যাগ করতে এবং সর্বদলীয় সরকার গঠনের পথ তৈরি করতে ইচ্ছুক।
এর আগে, শনিবার সকালে হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের বাসভবনে ঢুকতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা সব ধরনের প্রতিবন্ধকতা গুঁড়িয়ে প্রেসিডেন্ট বাসভবনে ঢুকে পড়েন। যদিও সতর্কতা হিসেবে গোতাবায়া রাজাপাকসে শুক্রবার রাতেই বাসভবন ছেড়ে সেনাবাহিনীর সদরদপ্তরে পালিয়ে যান।
-এএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        