শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় নতুন শনাক্ত ৮ লাখ ৭ হাজার ৭৬২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৭৬২ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯৪ জনের।

শুক্রবার (৮ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার ৫৬২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৬৮ হাজার ৭৭০ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ১০৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৬২ জন। একই সময়ে মেক্সিকোতে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ১১৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬০ জনের।

গত একদিনে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩২০ জনের এবং শনাক্ত হয়েছে ৯১ হাজার ৪৭২ জনের। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৭ হাজার ২৪০ জন এবং মৃত ৯৪ জন। রাশিয়ায় আক্রান্ত ৩ হাজার ৩৫৯ জন এবং মৃত্যু ৫২ জনের। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৬১ হাজার ২৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৮৯ জনের। ব্রাজিলে মৃত ২৯৭ জন এবং আক্রান্ত ৭৩ হাজার ৩৬৫ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৬০ জন এবং আক্রান্ত ৪৩ হাজার ১৩০ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৮৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। একই সময়ে কানাডায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৪০৮ জন এবং ১০৩ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮২ জন এবং মৃত্যু হয়েছে ৬৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ