শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান সম্পন্ন  কাতারে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী আন্দোলন নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতায় গঠিত ‘ইনসাফ’-এর আত্মপ্রকাশ চার বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ‘‌কচুয়াকে দাওয়াতি কার্যক্রমের মডেল হিসেবে গড়তে চাই’ গোপালগঞ্জের যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামি লেখক ফোরাম পদক পেলেন তিন গুণীজন, পুরস্কার ৩০ জন পিআর পদ্ধতি সংবিধানে নেই, সংবিধানের বাইরে যেতে পারি না: সিইসি

‘কালিমায়ে শাহাদাত পাঠ করে মনে হলো মাত্রই জন্মগ্রহণ করলাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাজিলের বিমান বাহিনীর কর্মকর্তা জন লুক ডি কিয়ারা। ক্যাথলিক খ্রিস্টান ছিলেন তিনি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। শুধু তাই নয়; এখন সবাইকে শ্বাশত এ শান্তির ধর্ম গ্রহণের আহ্বানও জানান তিনি।

নিজের ইসলাম গ্রহণের ব্যাপারে জন লুক ডি জানান, তিনি ব্রাজিলের সর্ববৃহৎ শহর সাও পাওলোতে থাকতেন। এ সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাসিধে জীবন ও অনন্য ব্যক্তিত্ব তাকে দারুণভাবে আকৃষ্ট করে। মানুষের সাথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওঠাবসা, তাঁর শিক্ষা ও উত্তম চরিত্রে তিনি মুগ্ধ হন। তারপর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন জন লুক।

জন লুক ডি কিয়ারা আরো জানান, অনুরূপভাবে আল্লাহর বাণী পবিত্র কোরআনও তাকে ইসলামের প্রতি আগ্রহী করে তোলে। তিনি মনে করেন-প্রতিটি মানুষের জন্যই তাতে উপদেশ রয়েছে।

তিনি বলেন, কোরআনের মধ্যে আদর্শিক সুখী জীবনের সন্ধান পেয়েছি। আমি এখনো অনুভব করি- যেদিন আমি কালিমায়ে শাহাদাত পাঠ করেছিলাম, সেই দিনটি আমার কাছে মনে হয়েছিল-আমি হয়তো মাত্রই জন্মগ্রহণ করলাম।

সূত্র: মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ