শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
ভোলায় উপজেলা সহকারী কমিশনার’র বদলি ঠেকাতে মানববন্ধন  শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার জুলুম: জাতীয় মসজিদের খতিব সময় টিভির সাংবাদিকদের ওপর হামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব জানিয়ে দেব: ঢাবি ভিসি নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান সম্পন্ন  কাতারে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী আন্দোলন নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতায় গঠিত ‘ইনসাফ’-এর আত্মপ্রকাশ চার বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

উইঘুর ইস্যুতে ভেস্তে গেল চীন-সুইস বাণিজ্য আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উত্তর-পশ্চিম চীনে উইঘুরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার ইস্যুতে ভেস্তে গেছে চীন ও সুইজারল্যান্ডের বাণিজ্য আলোচনা।

রোববার (২৯ মে) সুইস সংবাদপত্র সমূহে প্রকাশিত খবরে এ তথ্য পাওয়া যায়।

সম্প্রতি সুইজারল্যান্ডের জাতীয় কাউন্সিলের আইন বিষয়ক কমিটি চীনের উইঘুরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের বিষয়ে একটি বিল প্রণয়ন করে। বিলটিতে সুইস সংসদীয় উদ্যোগ উত্তর-পশ্চিম চীনে উইঘুরদের জোরপূর্বক শ্রমকে ‘একটি বাস্তব সমস্যা’ বলে নিন্দা জানায়। এরপরই চীন-সুইস মুক্ত বাণিজ্য আলোচনায় স্থবিরতার খবর প্রকাশ পায়।

সুইজারল্যান্ডের স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্সের (এসইসিও) বিবৃতির বরাতে সংবাদপত্র সোনট্যাগসব্লিকের খবরে জানা যায়, চীন-সুইজারল্যান্ড বাণিজ্য আলোচনার আলোচনার বিভিন্ন বিষয়ে একমত হওয়া সম্ভব হয়নি। সার্বিক বিষয়ে আরও গভীরভাবে অন্বেষণ করা উচিত বলে মনে করে সুইজারল্যান্ড।

মানবাধিকার সংক্রান্ত উদ্বেগ নিয়ে আলোচনা স্থগিত করার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার (৩০ মে) বলেন, ‘‘চীন-সুইস এফটিএ একটি পারস্পরিক উপকারী চুক্তি। এক পক্ষ থেকে অন্য পক্ষের জন্য উপহার নয়।’’

তিনি আরও বলেন, ‘‘চীন আশা করে যে সুইজারল্যান্ড মানবসৃষ্ট যেকোনো হস্তক্ষেপ বাদ দিতে পারে এবং এগিয়ে যাওয়ার জন্য চীনের সাথে কাজ করতে পারে।’’

২০১৩ সালে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে সুইজারল্যান্ড এবং চীন। যা ইউরোপ মহাদেশের কোনো অর্থনীতির সাথে বেইজিংয়ের এটিই প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি।

সূত্র: রয়টার্স।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ