শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭

শিরোনাম :
‌‘প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট হওয়া রুখে দিতে গণভোটের বিকল্প নেই’ মুরাদনগরে হাতপাখার পক্ষে উৎসবমুখর প্রচারণা হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সংবর্ধনা দেবে মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ ১২ তারিখে জনগণের রায় হবে জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে: আরমান ভোটে লড়ছেন আমিরসহ খেলাফত আন্দোলনের ৮ প্রার্থী এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য জামায়াত প্রার্থী আমির হামজার সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জে গণসংযোগ একজন তো দিল্লি গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায় : তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট : প্রধান উপদেষ্টা উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই : জামায়াত আমির

পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে অসহায়দের কল্যাণে ব্যয়ের আহ্বান চরমোনাই পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানিয়েছেন চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন।

চরমোনাইয়ের পীর বলেন, ‘নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ খুব অসহায় জীবনযাপন করছে। দেশের খেটে খাওয়া মানুষ আজ অসহায় জীবনযাপন করছে। অথচ দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। এর মধ্যেই বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। আমরা বিইআরসিকে মূল্যবৃদ্ধির প্রস্তাব থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’

চরমোনাইয়ের পীর আরও বলেন, দেশে দুর্নীতির হরিলুট শুরু হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুধু ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে কালো টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ লাখ ৬১ হাজার কোটি টাকা। একই সময়ে বিদেশে অর্থপাচার হয়েছে আট লাখ কোটি টাকা। এসব দুর্নীতি বন্ধ করলে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দামসহ কোনো কিছুরই দাম বাড়ানোর প্রয়োজন হবে না।

এ সময় চরমোনাই পির বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবে এনার্জি রেগুলেটরি কমিশনের বিদ্যুতের দাম বাড়ানোর তৎপরতায় গভীর উদ্‌বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব সাধারণ মানুষকে চরম বিপদে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

চরমোনাইয়ের পীর বলেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলে অনিবার্যভাবে বিদ্যুতের খুচরা মূল্যবৃদ্ধির যুক্তি তৈরি করবে। এর প্রভাবে সব পণ্যের দাম বহুগুণ বাড়বে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ