মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রাইমারিতে এবার কুরআন শিক্ষক নিয়োগ চূড়ান্ত হোক ন্যায়ের শিরায় আজ বিষধারা প্রবাহিত সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি

ভারতে যোগীরাজ্যের পর মধ্যপ্রদেশে নতুন নিয়ম: ‘জনগণমন’ গেয়ে মাদরাসার ক্লাস শুরু করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদরাসাশিক্ষার্থী ও শিক্ষকদের এখন থেকে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করেছে যোগী সরকার। বৃহস্পতিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিল যোগী আদিত্যনাথ সরকার। তার ২৪ ঘণ্টার মধ্যেই একই পথে হাঁটার ইঙ্গিত দিল মধ্যপ্রদেশ।

বিজেপি শাসিত এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা সরকারি মুখপাত্র নরোত্তম মিশ্র শুক্রবার জানান, শুধু ধর্মীয় স্থানে নয়, জাতীয় সঙ্গীত সব জায়গাতেই গাওয়া উচিত। তবে বিষয়টি আলোচনা সাপেক্ষ। তারপর সিদ্ধান্ত নেয়া হবে মাদরাসায় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করা হবে কি না।

উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ইতোমধ্যেই মাদরাসায় ‘জনগণমন’ গাওয়া আবশ্যিক ঘোষণা করেছে। বিষয়টির প্রশংসাই শুনা গেল নরোত্তম মিশ্রর গলায়।

তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। আমরাও ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করব।

যোগী মন্ত্রিসভার সদস্য দানিশ আজাদ আনসারি নতুন নিয়ম ঘোষণা করেছিলেন। রাজ্য সরকারের মুসলিম মুখ আনসারি সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী। ২৪ মার্চ উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের বৈঠকে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানান তিনি।

নতুন নিয়মে সব মাদরাসার ছাত্র, শিক্ষককে অবশ্যই ক্লাস শুরুর আগে ‘জনগণমন’ গাইতে হবে। ৩০ মার্চ থেকে ১১ মে পর্যন্ত রমজানের জন্য মাদরাসাগুলো বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হয় যোগীরাজ্যের মাদরাসায়। আর এদিন থেকেই চালু হয়ে যায় নতুন নিয়ম।

২০১৭ সালে উত্তরপ্রদেশ মাদরাসা বোর্ড স্বাধীনতা দিবসে তাদের অনুমোদিত সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও ‘জনগণমন’ গাওয়া বাধ্যতামূলক করে। এর পাঁচ বছর পর স্কুলে ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া আবশ্যিক করা হলো।

উত্তরপ্রদেশ মাদরাসা বোর্ডের চেয়ারম্যান আগেই বলেছিলেন, সব স্কুলেই জাতীয় সঙ্গীত গাইতে হয়। মাদরাসাশিক্ষার্থীদের মধ্যেও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে চাই আমরা। ওরা যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমাদের ইতিহাস, সংস্কৃতির সাথে পরিচিত হয়, সে জন্যই আসন্ন শিক্ষাবর্ষ থেকে তা বাধ্যতামূলক করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ