শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
ছয় মাসেই উমরা পালনকারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ গাজার জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠাল পাকিস্তান সাংবাদিকের ওপর হামলায় দুই রাজনৈতিক দলের নিন্দা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: পীর সাহেব মধুপুর  নৌকাসহ বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’ ‘জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে’ গাজার সংকট নিয়ে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি রংপুর বিভাগে ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা জনগণের আকাঙ্ক্ষা অনুধাবন না করলে রাজনীতিতে ভবিষ্যৎ নেই: আমির খসরু

ভারতে যোগীরাজ্যের পর মধ্যপ্রদেশে নতুন নিয়ম: ‘জনগণমন’ গেয়ে মাদরাসার ক্লাস শুরু করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদরাসাশিক্ষার্থী ও শিক্ষকদের এখন থেকে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করেছে যোগী সরকার। বৃহস্পতিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিল যোগী আদিত্যনাথ সরকার। তার ২৪ ঘণ্টার মধ্যেই একই পথে হাঁটার ইঙ্গিত দিল মধ্যপ্রদেশ।

বিজেপি শাসিত এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা সরকারি মুখপাত্র নরোত্তম মিশ্র শুক্রবার জানান, শুধু ধর্মীয় স্থানে নয়, জাতীয় সঙ্গীত সব জায়গাতেই গাওয়া উচিত। তবে বিষয়টি আলোচনা সাপেক্ষ। তারপর সিদ্ধান্ত নেয়া হবে মাদরাসায় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করা হবে কি না।

উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ইতোমধ্যেই মাদরাসায় ‘জনগণমন’ গাওয়া আবশ্যিক ঘোষণা করেছে। বিষয়টির প্রশংসাই শুনা গেল নরোত্তম মিশ্রর গলায়।

তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। আমরাও ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করব।

যোগী মন্ত্রিসভার সদস্য দানিশ আজাদ আনসারি নতুন নিয়ম ঘোষণা করেছিলেন। রাজ্য সরকারের মুসলিম মুখ আনসারি সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী। ২৪ মার্চ উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের বৈঠকে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানান তিনি।

নতুন নিয়মে সব মাদরাসার ছাত্র, শিক্ষককে অবশ্যই ক্লাস শুরুর আগে ‘জনগণমন’ গাইতে হবে। ৩০ মার্চ থেকে ১১ মে পর্যন্ত রমজানের জন্য মাদরাসাগুলো বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হয় যোগীরাজ্যের মাদরাসায়। আর এদিন থেকেই চালু হয়ে যায় নতুন নিয়ম।

২০১৭ সালে উত্তরপ্রদেশ মাদরাসা বোর্ড স্বাধীনতা দিবসে তাদের অনুমোদিত সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও ‘জনগণমন’ গাওয়া বাধ্যতামূলক করে। এর পাঁচ বছর পর স্কুলে ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া আবশ্যিক করা হলো।

উত্তরপ্রদেশ মাদরাসা বোর্ডের চেয়ারম্যান আগেই বলেছিলেন, সব স্কুলেই জাতীয় সঙ্গীত গাইতে হয়। মাদরাসাশিক্ষার্থীদের মধ্যেও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে চাই আমরা। ওরা যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমাদের ইতিহাস, সংস্কৃতির সাথে পরিচিত হয়, সে জন্যই আসন্ন শিক্ষাবর্ষ থেকে তা বাধ্যতামূলক করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ