রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের 'আমাদের নবীজি' গ্রন্থের পাঠ উন্মোচন সোমবার ছয় মাসেই উমরা পালনকারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ গাজার জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠাল পাকিস্তান সাংবাদিকের ওপর হামলায় দুই রাজনৈতিক দলের নিন্দা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: পীর সাহেব মধুপুর  নৌকাসহ বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’ ‘জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে’ গাজার সংকট নিয়ে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি রংপুর বিভাগে ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল বিক্রমাসিংহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসাম ডেস্ক: অর্থনৈতিক সংকট ঘিরে টানা বিক্ষোভের মধ্যে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তার শপথ নেওয়ার কথা। তার দল ইউএনপি এ তথ্য নিশ্চিত করেছে বলে লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তিনি শপথ নিতে পারেন।

এর আগে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্রমাসিংহে। মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদ নিয়ে বেশ জল্পনাকল্পনা চলছিল দেশটিতে।

প্রতিবেদনে আরও বলা হয়, শপথ গ্রহণ করে রনিল বিক্রমাসিংহে কলম্বোর একটি মন্দিরে যাবেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে তিনি তাঁর কার্যক্রম শুরু করবেন।

২০২০ সালের ৯ আগস্ট চতুর্থবারের মতো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মাহিন্দা রাজাপাকসে। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সামনে তিনি এই শপথ নেন।

এর ১৩ বছর আগে তামিল বিদ্রোহীদের দমন করে শ্রীলঙ্কায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেন গোটাবায়া রাজাপাকসে। ওই সময় তিনি প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এবং তাঁর ভাই মাহিন্দা প্রেসিডেন্ট ছিলেন।

এরপর অর্থনৈতিক সংকটের মধ্যে তুমুল বিক্ষোভে চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানান, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। চলমান সহিংস আন্দোলনের মধ্যেই তাঁর বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় দেশটির মন্ত্রিসভা।

এরপর কে হতে পারেন নতুন প্রধানমন্ত্রী, তা নিয়ে চলে জল্পনা-কল্পনা। পরে আজ শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে জানা গেল, সন্ধ্যায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সেদেশের পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ