মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রাইমারিতে এবার কুরআন শিক্ষক নিয়োগ চূড়ান্ত হোক ন্যায়ের শিরায় আজ বিষধারা প্রবাহিত সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি

বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের এপ্রিলে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে। এর আগে মার্চ মাসে খাদ্যর দাম রেকর্ড পরিমাণ বাড়ে। যদিও খাদ্য নিরাপত্তা নিয়ে এখনো উদ্বেগ বিরাজ করছে। জাতিসংঘের খাদ্য সংস্থা (এফএও) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

সংস্থাটির খাদ্যতালিকার সূচক অনুযায়ী গত ফেব্রুয়ারি ও মার্চে পণ্যের দাম রেকর্ড বাড়ার পর এপ্রিলে সেটা আগের মাসের চেয়ে ০.৮ শতাংশ কমে গেছে। বিভিন্ন খাদ্যপণ্যের আন্তর্জাতিক দাম নিয়ে মাসিক এই সূচক প্রকাশ করা হয়।

এফএওয়ের প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো কুলেন বলেন, বর্তমান সূচক কিছুটা স্বস্তিদায়ক হবে। বিশেষ করে যেসব দেশের আয় কম ও খাদ্য ঘাটতি রয়েছে। তবে এখনো খাদ্যর দাম অনেক বেশি, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য হুমকি।

মাসের ভিত্তিতে এপ্রিলে খাদ্যর মূল্যসূচক কমলেও এক বছর আগের তুলনায় বেশি রয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই বিশ্বে খাদ্যপণ্যের দাম লাফিয়ে বাড়তে থাকে।

সংস্থাটির শস্যের মূল্যসূচক কমেছে শূন্য দশমিক সাত শতাংশ। মার্চে এটি বাড়ে ১৭ শতাংশ। এদিকে ভুট্টার মূল কমেছে তিন শতাংশ। যদিও গমের দাম শূন্য দুই শতাংশ বেড়েছে।

তাছাড়া এফএওয়ের উদ্ভিজ্জ তেলের মূল্যসূচক এপ্রিল মাসে পাঁচ দশমিক সাত শতাংশ কমেছে। তবে চিনির দাম তিন দশমিক তিন শতাংশ ও মাংসের দাম দুই দশমিক দুই শতাংশ বেড়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ