শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


দেশে এই প্রথম লোকেশনসহ নতুন অথবা পুরাতন মালামাল বিক্রি করার ফ্রী মার্কেটপ্লেস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে এই প্রথম লোকেশনসহ নতুন অথবা পুরাতন মালামাল বিক্রি করার ফ্রী মার্কেটপ্লেস নিয়ে আসলো কওমি আলেম ও তরুণ উদ্যোক্তা মাওলানা মুহসিন সালেহী।

বাংলাদেশের ডেভলপারের নিখুঁত কাজের মাধ্যমে প্রকাশিত হলো নতুনরূপে ফ্রী বিজ্ঞাপন এর নতুন সফটওয়্যার (পি.সেল.বিডি)।

দেশের ৬৪ টি জেলার যেকোনো স্থান থেকে যুক্ত হয়ে -প্রোডাক্ট সেল অব বাংলাদেশ- সংক্ষেপে PSale BD (Psalebd.com) এর সাইটে রয়েছে ফ্রী বিজ্ঞাপন দেয়ার সহজ পদ্ধতি ও সুবিধা।

অল্প সময়ের মধ্যেই আপনার নতুন অথবা পুরাতন যেকোনো মালামাল বিক্রি করার সুবর্ণ সুযোগ।

পি.সেল.বিডি এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো এই সফটওয়্যারটি সকলের জন্য উন্মুক্ত রেখে ফ্রী সেবা পৌঁছে দেয়া। বিশেষ করে প্রতিটি গ্রামে গঞ্জে ফ্রি তে বেচাকেনার সুযোগ তৈরি করা।

অতি অল্প সময়ের মধ্যেই যেকোনো পণ্য বিক্রি অথবা কিনার সহজ সুবিধা, আপনি যেখানেই আছেন সেখানের লোকেশন সার্চ করে আপনার নিকটবর্তী বা পাশাপাশি দেয়া বিজ্ঞাপন খোঁজে সুবিধা নিতে পারবেন। পারবেন ক্রয় করতে কিংবা বিক্রয় করতে।

তাই এখনই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন পি সেল বিডির এ্যাপটি। বাংলাদেশে থাকা প্রায় সারে ৫০০শ থানায় আজই ছড়িয়ে দিতে (PSale BD) সফটওয়্যার টি এখনই শেয়ার করে দিয়ে সকলকে ফ্রী সেবা নিয়ার সুযোগ করে দিন। গুগল প্লে স্টোর থেকে এ্যাপসটি পেতে ক্লিক করুন

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ