বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

‘আল্লামা শফী, মুফতি ওয়াক্কাস ও আল্লামা কাসেমী রহ. ছিলেন জাতির সঠিক পথপ্রদর্শক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘ইসলাম, মুসলমান, দেশ ও মানবতার কল্যাণে আমৃত্যু খেদমত করে গেছেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ., সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ., আল্লামা নূর হোসাইন কাসেমী রহ., মুফতি গোলাম মোস্তফা রহ. ও মাওলানা আবুল ফাতাহ মোহাম্মদ ইয়াহ‌ইয়া রহ.সহ দেশের শীর্ষ আলেমরা। উম্মাহর যেকোন কঠিন পরিস্থিতিতে তাঁরা ছিলেন সঠিক পথপ্রদর্শক। তাদের হারিয়ে আমরা এতিম হয়েছি’।

আজ সোমবার (২০ ডিসেম্বর)  রাজধানীর রামপুরাস্থ জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদরাসা মিলনায়তনে মাদরাসার সদ্যবিদায়ী অভিভাবক আলেমদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী শায়খুল ইসলাম মাওলানা সাইয়েদ হোসাইন আহমদ মাদানী রহ.-এর নাতি ও ভারতের গাঙ্গুহ মাদরাসার মুহতামিম আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আজহার মাদানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও তেজগাঁও রেলস্টেশন মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান।

বক্তব্য রাখেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ছেলে মাওলানা আনাস মাদানী, মাওলানা আবুল ফাতাহ ইয়াহ‌ইয়া রহ. এর ছোট ভাই মুফতি তৈয়ব, মুফতি গোলাম মোস্তফা রহ. এর ভাতিজা মুফতি নুরুজ্জামান, মুফতি ওয়াক্কাস রহ. এর ছেলে মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর ছেলে মুফতি জাবের কাসেমী,শায়খ নোমান রহ.এর ছেলে মাওলানা মুহাম্মদ রেজওয়ান, ফিদায়ে মিল্লাতের খলিফা মাওলানা আহসান হাবিব ও মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

বক্তারা আরো বলেন, তারা ছিলেন আমাদের ছায়া। তাদেরকে হারিয়ে আমরা দিশেহারা। তাদের শূন্যস্থান কখনো পূরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাঁদের পদাঙ্ক অনুসরণ করে ইসলাম, মুসলমান,দেশ ও জাতির জন্য খেদমত করা তৌফিক দান করেন।

মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ