বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্তর্জাতিক রূপ পাচ্ছে ইফা আয়োজিত এবারের ইসলামি বইমেলা রমনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ছবিটা বেশ আশা জাগানিয়া! মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ

১জন আলেমকেও বাংলার আকাশে শাস্তি দেওয়া যাবে না: ড. এনায়েতুল্লাহ আব্বাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিরপরাধ আলেমদের একজনকেও বাংলার আকাশে শাস্তি দেওয়া যাবে না। (গ্রেফতার হওয়া আলেমদের) মুক্তি দিতেই হবে বলে আবেদন জানিয়েছেন আব্বাসী মঞ্জিল, জৈনপুর দরবার শরীফের পীর ড. মুহা. এনায়েতুল্লাহ আব্বাসী।

গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) মুগদা স্টেডিয়াম ট্রাক স্ট্যান্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দীনি ও সামাজিক সেবামূলক সংগঠন আল-মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে ২ দিন ব্যাপী ১১তম বার্ষিক সীরাতুন্নবী সা. আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আবেদন জানান তিনি।

তিনি বলেন, ‘আলেমদের কোমরে রশি বেঁধে টানার অধিকার কে দিয়েছে তোমাদের? আহামরী কোনো অপরাধ তারা করে ফেলেনি। যে মুক্ত আকাশের নিচে বাতাস নিতে পারবে না। একটু দয়া করুন। একটু মায়া করুন। একটু চিন্তা করুন। যে এদের মায়েরা আর্তনাদ করছে। তাহাজ্জুদ নামাজের পর গভীর রাতে, আল্লাহর কাছে। তাদের সন্তানরা বেঁচে থাকতেও চোখের অশ্রু ঝড়ছে। তাদের স্ত্রীরা বেঁচে থাকতেও বিধবার মতো জীবন-যাপন করছে। এ দেশের মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। এ সব কিছু বিবেচনা করে একটু দয়ার হাতকে বাড়িয়ে দিন। দোয়া পাবেন। এটা থ্রেড নয়। এটা রিকুয়েস্ট।’

ড. আব্বাসী আরও বলেন, ‘আমরা সহিংসতায় বিশ্বাসী নই। আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই। তবে আমাদেরও বাংলাদেশে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতানা ইসলাম ও মুসলমান। আর আল্লাহর আকাশের নিচে বাংলার শ্রেষ্ট সন্তান হলেন উলামায়ে কেরাম। ইসলামপন্থি ও কুরআনপন্থিরা। তাদের বেইজ্জতকে বরদাশত করা হবে না। আমরা রিকুয়েস্ট করছি। একটু বিবেচনা করুন।’

আল-মাদানী ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ জহির উদ্দীন এর সভাপতিত্বে দেশের শীর্ষ আলেম ও দেশবরেণ্য উলামায়ে কেরাম বয়ান করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ