বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

আফতাবনগর মাদরাসার তিন দিনব্যাপী সম্মেলনে উপস্থিত থাকবেন যে ওলামায়ে কেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ফিদায়ে মিল্লাত আওলাদে রাসুল সায়্যিদ মাহমুদ আসআদ মাদানীর খলিফা মুফতি মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধানে আগামী ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর (বৃহস্পতি, শুক্র ও শনিবার) রাজধানীর আল জামিয়াতুল ইসলামিয়া ইদরাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসায় আত্মশদ্ধি ও আমলী প্রশিক্ষণের লক্ষে ৩দিন ব্যাপী ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।

উপস্থিত থাকবেন, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাক ‘র শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক। দারুল উলূম বনশ্রী’র মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ। শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে থাকবেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল।

ফিদায়ে মিল্লাত আওলাদে রাসুল আসআদ মাদানী রহ. এর খলিফাদের মধ্য থেকে উপস্থিত থাকবেন মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা রশিদ আহমদ, মাওলানা হাফিজ উদ্দীন, মাওলানা আমীনুল্লাহ।

এছাড়া অন্যান্য ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত থাকবেন, জামিয়া ইসলামিয়া তেজগাঁও রেলওয়ে, ঢাকা’র মোহতামীম মাওলানা মুজিবুর রহমান। দারুল উলূম বনশ্রী’র  শাইখুল হাদিস মাওলানা আসআদ আল হুসাইনী। লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা যাইনুল আবেদীন। জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া’র মুহাদ্দিস মাওলানা সিবগাতুল্লাহ নূর।  বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশ-এর  সহসভাপতি, সাহেবজাদায়ে গাওহারপুরী রহ. মাওলনা মুসলেহ উদ্দীন গহরপুরী। দত্তপাড়া মাদরাসা, নরসিংদী’র মুহতামীম মাওলানা শওকত হোসাইন সরকার। জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ি, নরসিংদী’র মুহতামীম মাওলানা শওকত আলী কসেমী। মুফতি মোহাম্মদ আলী’র খলিফা মাওলানা আতিকুর রহমান। মুফতি মোহাম্মদ আলী’র খলিফা মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

জানা যায়, প্রতিদিন বাদ ফজর থেকে আসর পর্যন্ত ঈমান-আকিদা, অজু, গোসল ও নামাজের জরুরি মাসায়েলসহ সুরা-কেরাত মশক ও নামাজের আমলী প্রশিক্ষণ প্রদান করা হবে। মহিলাদের জন্যও মহিলা শিক্ষিকা দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ