শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


দাওরায়ে হাদীসের কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  সম্মিলিত কওমি মাদরসা শিক্ষা সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ অধীনে কওমি মাদরাসাসমূহের চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) ২০২২ সালের পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে।

হাইয়াতুল উলয়ার পরীক্ষা স্থায়ী কমিটির বৈঠক শেষে তাদের অফিসিয়াল পেইজে এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২১ মার্চ ২০২২ (১৭ শা‘বান ১৪৪৩ হিজরী) সোমবার থেকে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হবে।

গত  (২৮/০২/১৪৪৩ হি.,) গত ৬  অক্টোবর (রোজ বুধবার)  আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় ১৪৪৩ হিজরী/২০২২ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় :

পরীক্ষা শুরু : ২১ মার্চ ২০২২, ১৭ শা‘বান ১৪৪৩ হিজরী, সোমবার।
পরীক্ষা শেষ : ৩১ মার্চ ২০২২, ২৭ শা‘বান ১৪৪৩ হিজরী, বৃহস্পতিবার।

শুক্রবারসহ ১০ দিন ১০ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকবে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ