বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইরানের নতুন প্রেসিডেন্ট কে এই রাইসি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে গত শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে৷ এতে জয়ী হয়েছেন এব্রাহিম রাইসি৷ আগস্ট মাসে তিনি শপথ নেবেন৷ ছবিঘরে তার পরিচয় তুলে ধরা হচ্ছে৷

১৯৬০ সালে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে জন্মগ্রহণ করেন এব্রাহিম রাইসি৷ শিয়া মুসলমানদের জন্য শহরটি অন্যতম পবিত্র স্থান৷ সেখানেই ইমাম রেজার মাজার শরিফ অবস্থিত৷ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঐ মাজার পরিচালনা কমিটির প্রধান ছিলেন রাইসি।

রাইসি একজন ‘হুজ্জাত আল-ইসলাম’ নামে প্রসিদ্ধ। যার অর্থ ‘ইসলাম বিশেষজ্ঞ’৷ এটি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানিত পদ৷

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর মাত্র ২০ বছর বয়সে তেহরানের কাছের কারাজ শহরের প্রোসিকিউটর জেনারেল হিসেবে কাজ শুরু করেন রাইসি৷ এরপর তিনি বিচারক হন৷ ২০১৯ সালে তিনি ইরানের প্রধান বিচারপতি হন৷

১৯৮৮ সালে ইরানের ‘ডেথ কমিশনের’ সদস্য ছিলেন রাইসি৷ ঐ সময় সরকারবিরোধী অন্তত পাঁচ হাজার জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বলে ২০১৮ সালে প্রকাশিত অ্যামনেস্টির এক প্রতিবেদনে জানানো হয়৷ এরপর ট্রাম্প প্রশাসন ও ইউরোপীয় ইউনিয়ন রাইসির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল৷

নির্বাচনি প্রচারণার সময় রাইসি বলেছিলেন, তিনি জয় পেলে ২০১৫ সালে পশ্চিমা ছয় শক্তির সঙ্গে স্বাক্ষরিত ইরান চুক্তি মেনে চলবেন- যদি ইরান, যুক্তরাষ্ট্র নয়, সেই চুক্তির শর্ত ঠিক করতে পারে৷ বারাক ওবামার আমলে সই হওয়া ঐ চুক্তি থেকে সরে এসেছিল ট্রাম্প প্রশাসন৷ এখন বাইডেন এসে সেই চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে আলোচনা চলছে৷

পর্যবেক্ষকদের ধারনা, ইসরায়েলের বিরুদ্ধে এখনকার চেয়েও বেশি কঠোর হবেন রাইসি৷ বাকস্বাধীনতার ক্ষেত্রও আরো সংকুচিত হতে পারে বলে আশঙ্কা তাদের৷ কারণ রাইসির সময়ে ইরানে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী সিগন্যালের ব্যবহার কয়েকমাস বন্ধ ছিল৷

রাইসির মতোই ইরানের বর্তমান সুপ্রিম নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইর জন্ম মাশহাদ শহরে৷ নির্বাচনি প্রচারণা চলার সময় খামেনেই রাইসিকে ‘বিশ্বস্ত ও অভিজ্ঞ মানুষ’ হিসেবে আখ্যা দিয়েছিলেন৷ খামেনেইর বয়স আগামী মাসে ৮২ হবে৷ ফলে তার পরবর্তীতে রাইসি দেশটির সুপ্রিম নেতা হতে পারেন বলে মনে করছেন অনেকে৷ সূত্র: ডয়েচে বেল

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ