বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


অন্তর্বর্তী সরকারের আমলেই শুরু তিস্তা প্রকল্পের কাজ: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী জানুয়ারিতে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার সকালে উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বিগত আওয়ামী লীগ সরকার তিস্তাকে এক রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

আসিফ মাহমুদ লেখেন, ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তাকে ঘিরেই লাখো মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হয়। কৃষি থেকে শুরু করে জেলে সবাই এই নদীর ওপর নির্ভরশীল। প্রতিবছর তিস্তার ভাঙন ও প্লাবনে এক লাখ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েন উত্তরের পাঁচ জেলার বাসিন্দা।’

এই উপদেষ্টা লেখেন, ‘একটা লম্বা সময় ধরে তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। ২০১৪ সাল থেকে শুষ্ক মৌসুমে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারত তিস্তার সব পানি প্রত্যাহার করে নিচ্ছে। এর পাশাপাশি বর্ষাকালে তিস্তায় প্রবাহিত হয় তিন থেকে চার লাখ ঘনফুট পানি এবং সব কপাট খুলে দেওয়া হয়। ফলে দ্রুত বেগে নেমে আসা তিস্তার পানিতে উত্তরের পাঁচ জেলা নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। ভাঙনের পাশাপাশি ব্যাপক ফসলি জমি ক্ষতির মুখে পড়ে।’

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ