শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


আফগান অভিযানে যুক্তরাষ্ট্রকে ভূমি না দেয়ার ঘোষণা ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের ভূমি ব্যবহার করতে দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এছাড়াও, চীনের জিনজিয়াং নিয়ে বিশ্ব সম্প্রদায় বারবার কথা বললেও কাশ্মীরে ভারত কী করছে সেদিকে কারও কোন ভ্রুক্ষেপ নাই কেন? জানতে চেয়ে খোভও প্রকাশ করেন তিনি।

এক্সিওস এইচবিও'তে দেয়া এক সাক্ষাতকারে সোমবার সকালে ইমরান খান এই মন্তব্য করেন। বিবিসি'র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।ইমরান খান বলেছেন, তালেবান আইএস এবং আল কায়েদার বিরুদ্ধে আফগানিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের সিআইএ'কে পাকিস্তানের ভূমি ব্যাবহার করতে দেয়া হবেনা।

এক্সিওস ইমরান খানের সাক্ষাতকারটি এখনও প্রকাশ না করলেও যুক্তরাষ্ট্র-আফগানিস্তান ইস্যুতে তার মন্তব্যটি প্রকাশ করেছে। ইমরান খানের এই বক্তব্য ভারত-পাকিস্তান দুই দেশের সামাজিক মাধ্যমেই ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ