fbpx
           
       
           
       
শিরোনাম :
রাজশাহীতে ৭ দিনের লকডাউন ঘোষণা
জুন ১০, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে রাজশাহী জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক।

তিনি জানান, ১১ জুন (শুক্রবার) থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করেছে রাজশাহী জেলা প্রশাসন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের জরুরি বৈঠকে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে রাজশাহীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর বলেন, সাংবাদিকদের এ বিষয়ে দ্রুত জানিয়ে দেয়া হবে।

-এএ

সর্বশেষ সব সংবাদ