বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

‘সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানী ফেতনার মোকাবেলা করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

আজ রােববার (২১ ফেব্রুয়ারি) গােগালগঞ্জ, ভবানিপুরের ইসলামপুর মাদরাসায় ‘কাদিয়ানি ফেৎনার ভয়াবহতা ও উলামায়ে কেরামের জিম্মাদারি শীর্ষক’ আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়।

আল জামিআতুল ইসলামিয়া’র (ইসলামপুর মাদরাসা) মুহতামীম হাফেজ মাওলানা ইসমাঈল ইবরাহীম’র সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে আলোচনা পেশ করেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, ঢাকা’র মুহতামিম মাওলানা মুফতি মাহমুদুল হাসান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গহরডাঙ্গা’র মহাসচিব মাওলানা শামসুল হক ও টুঙ্গীপাড়া, বাঁশবাড়িয়া মাদরাসা’র মুহতামীম  মাওলানা নুরুল হক এবং প্রজেক্টরের মাধ্যমে তথ্য ভিত্তিক আলোচনা করেন গোপালগঞ্জ সদর উলামা পরিষদের  সেক্রেটারি জেনারেল, খতমে নবুওত মারকায ঢাকা’র প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শুয়াইব ইবরাহীম।

আলোচক ওলামায়ে কেরাম এ সেমিনারে বলেন, কাদিয়ানী ধর্ম সম্পুর্ন ধোঁকা ও প্রতারণার উপর প্রতিষ্ঠিত। সুতরাং এ ধোঁকা প্রতারণায় আমাদেরকে উত্তম কৌশল অবলম্বন করতে হবে; যেটি আল্লাহ তায়ালা আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন, যেমন সুরা আলে ইমরানে আল্লাহ বলেন, ‘ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ...’ এবং সূরা ত্বারিকে আল্লাহ বলেন, ‘ইন্নাহুম ইয়াকিদূনা কাইদাও ওয়া আকীদু কাইদা..’।

তারা আরো বলেন, আমাদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানী ফেতনার মোকাবেলা করতে হবে এবং এটাকেই আমাদের প্রধান মিশন বানিয়ে কাজ করতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ