মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

ঐক্যবদ্ধ হওয়া ছাড়া শান্তি আসবে না: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমার সমস্ত সত্তাজুড়ে একটাই আকুতি, আমরা ঐক্যবদ্ধ হব। যুক্তরাষ্ট্রের সব নাগরিককে আমার সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানাই। আমরা আবারও যুক্তরাষ্ট্রকে বিশ্বের নেতৃত্বের আসনে নিয়ে যেতে চাই। যুক্তরাষ্ট্রের ইতিহাস নানা সংঘাতের মধ্য দিয়ে গেছে। আমরা সব সময় ঐক্যবদ্ধভাবে এসব উতরে গেছি। ফলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া শান্তি আসবে না।

স্থানীয় সময় দুপুর ১২টায় আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। এরপর দেয়া জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট।

অভিষেক ভাষণে বাইডেন আরও বলেন, এটা আমেরিকার দিন। এটা গণতন্ত্রের দিন। ইতিহাস ও আশার একটি দিন। আমরা আবারও গণতন্ত্রের মূল্য অনুধাবন করতে পেরেছি। গণতন্ত্র ভঙ্গুর ও এই মুহূর্ত থেকে আমার বন্ধুরা, গণতন্ত্র সর্বত্র বিরাজমান। এখন থেকে পবিত্র এই ভূমিতে, যেখানে কয়েকদিন আগে ক্যাপিটলে তাণ্ডব হয়েছে যেখানে এক জাতি হিসেবে আমাদের আবার একত্রিত হতে হবে।

সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমেরিকার মাহাত্ম্যের জন্য একজোট থাকা জরুরি। চিৎকার করা বন্ধ করুন, উত্তেজনা কমান। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া শান্তি আসবে না। ঐক্যই সামনে অগ্রসর হওয়ায় পথ।'

যুক্তরাষ্ট্রের রাজনীতি ও সামজ ব্যবস্থায় সাম্প্রতিক বিভক্তি নিয়ে বাইডেন বলেন, যে অপশক্তি আমাদের বিভক্ত করেছে তার শেকড় সমাজের অনেক গভীরে পৌঁছে গেছে। তবে ইতিহাস, বিশ্বাস ও কার্যকরণ ঐক্যের পথ দেখিয়েছে। ইউনাইটেড স্টেটস অব আমেরিকা হয়ে আমাদের অবশ্যই ওই মুহূর্তে পৌঁছাতে হবে।

ভাষণে দেশবাসীর উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, একজন আমেরিকান হিসেবে সাধারণত কোনো জিনিসগুলো আমরা ভালোবাসি? সুযোগ-সুবিধা, নিরাপত্তা, স্বাধীনতা, আত্মমর্যাদা, সম্মান, মর্যাদা এবং সত্য।

ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার বিষয়ে তিনি বলেন, সেখানে ক্ষমতা ও লাভের জন্য মিথ্যা বলা হয়েছে। আমাদের অসভ্য এই যুদ্ধ বন্ধ করতে হবে। যেটা নীলের বিরুদ্ধে লালকে লেলিয়ে দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ