মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

যুক্তরাষ্ট্রে সশস্ত্র বিক্ষোভের শঙ্কায় ৫০ অঙ্গরাজ্যে সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের ২০ জানুয়ারি শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে সহিংস বিক্ষোভের শঙ্কায় ওয়াশিংটন ডিসির পাশাপাশি ৫০টি অঙ্গরাজ্যে সতর্কতা জারি করেছে প্রশাসন। বিভিন্ন জায়গায় ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এছাড়া রাজধানী ওয়াশিংটন ডিসির একটি চেক পয়েন্টে অস্ত্রসহ একজন মার্কিনকে আটক করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

শনিবার (১৬ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবারের মতোই ক্যালিফোর্নিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া, কেন্টাকি এবং ফ্লোরিডাসহ বেশ কয়েকটি রাজ্যে নিরাপত্তা জোরদার করতে সক্রিয় জাতীয় গার্ড বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাটালিয়নরা শহরের কেন্দ্রজুড়ে অবস্থান করছে। ওয়াশিংটন ডিসি জনশূন্য। এছাড়াও রাজধানীর নিকটবর্তী রাস্তাগুলো বন্ধ রয়েছে।

গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা মার্কিন কংগ্রেসে হামলা চালায়; যা দেশটির গণতন্ত্রকে হামলার শামিল। এ হামলার ঘটনায় সমর্থকদের ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেন ডোনাল্ড ট্রাম্প। যার কারণে ট্রাম্প সমর্থকদের নিয়ে আশঙ্কা থাকায় নিরাপত্তা জোরদার করছে দেশটির জাতীয় গার্ড বাহিনী।

এর আগে শুক্রবার (১৫ জানুয়ারি) জানা যায়, হোয়াইট হাউজ ছাড়ার জন্য শেষ প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে হাউজ থেকে ট্রাম্পের যাবতীয় আসবাবপত্র গোছানোর কাজ শুরু হয়েছে।

বিশ্বস্ত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্প এর আগে মঙ্গলবার অর্থাৎ উদ্বোধনের আগের দিন রাজধানী ছাড়ার পরিকল্পনা করেছিলেন। তিনি প্রথমে এমন চিন্তা ভাবনা করলেও পরে পরিকল্পনা বদলান এবং বুধবার নবনির্বাচিত প্রেসিডেন্টের উদ্বোধনের দিন ওয়াশিংটন ত্যাগ করার পরিকল্পনা করেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।

গত ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশন বসে। সেখানে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় নিশ্চিত করার জন্য ইলেক্টরাল ভোটের আনুষ্ঠানিক গণনা করা হয়। ঠিক সেই সময় ট্রাম্প সমর্থকরা মার্কিন কংগ্রেসে হামলা চালায়। আর সেই হামলাকে সমর্থন জানান ডোনাল্ড ট্রাম্প।

এরপর সংবিধানের ২৫তম সংশোধনী অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা প্রস্তাব উত্থাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ