বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

ট্রাম্পের ভেটো বাতিল করে দিল রিপাবলিকান সিনেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা বাজেট বিলে যে ভেটো দিয়েছিলেন তা উল্টে দিয়েছে তার নিজের দল রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট।

আমেরিকার ক্ষমতা থেকে বিদায় নেয়ার মাত্র ৩ সপ্তাহ আগে এই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্পের দেয়া কয়েকটি শর্ত পূরণ না করায় বাজেট বিলে ভেটো দিয়েছিলেন তিনি।

এর বিরুদ্ধে অনেকটা ঐক্যবদ্ধ অবস্থান নেয় রিপাবলিকান এবং বিরোধী ডেমোক্রাট দল। ট্রাম্পের দেয়া ভেটো নস্যাৎ করতে গতকাল ১০০ সদস্যের সিনেটে ভোটাভুটি হয় এবং ট্রাম্পের ভেটো নাকচ করার পক্ষে ভোট পড়ে ৮১টি। এবারের বাজেট বিলে মার্কিন সামরিক খাতে ৭৪ হাজার কোটি ডলার ব্যয় করার প্রস্তাব করা হয়েছে।

ডিসেম্বর মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ফেইসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকে সুরক্ষা দেয়ার আইন যদি সম্পূর্ণভাবে বাতিল না করা হয় তাহলে তিনি এই বিলে ভেটো দেবেন।

ট্রাম্প দাবি করেন, ফেডারেল আইনের কমিউনিকেশন্স ডিসেন্সি অ্যাক্টের সেকশন ২৩০-কে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এই আইন আমেরিকার জন্য মারাত্মক রকমের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন।

কিন্তু ট্রাম্পের হুমকি উপেক্ষা করে কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেটে বিলটি পাস করা হয়। পরে ট্রাম্প ওই বিলে ভেটো দেন। ট্রাম্পের ভেটো উল্টে দিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দল ঐক্যবদ্ধ অবস্থান নেয় এবং গতকাল তা উল্টে দিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ