সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জামাতে পেছনের কাতারে একা দাঁড়ানো যাবে কি? আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ী ছয় মাসের গর্ভ নষ্ট করার বিধান গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৭৮ ফিলিস্তিনি নিহত ক্ষুদ্র ডিএনএ-তে লুকানো বিশাল রহস্য: একেকটি কোষ যেন একেকটি গ্রন্থাগার আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি ২০ জনের বেশি বড়লেখায় জমিয়তের কর্মী সম্মেলন বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই: নাহিদ রাজশাহীতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস ‘সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে হিজাব-নিকাব পরে কেন পড়াশোনা করতে পারবে না!’ চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

কেন সানা খানকে বিয়ে করলেন মুফতি আনাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বলিউড অভিনেত্রী সানা খান। বিনোদনের রঙ্গীন জগতকে বিদায় জানান গত অক্টোবরে। এর দুই মাস পর গত নভেম্বরে বিয়ে করেন মুফতি আনাস সাঈদকে। আর এরপর থেকেই আনাস সাঈদের সঙ্গে সানার বিয়ে নিয়ে নানা প্রশ্ন তুলেছেন ভক্ত ও সমালোচকরা। এমনকি সানাকে বিয়ে করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলেরও শিকার হতে হয়েছে তার স্বামী মুফতি আনাস সাঈদকে। অবশেষে বলিউড অভিনেত্রীর সঙ্গে বিয়েসহ বেশকিছু বিষয় নিয়ে মিডিয়ার মুখোমুখি হয়েছেন মুফতি আনাস। স্পষ্ট করেছেন তার অবস্থান।

ভারতীয় গণমাধ্যমকে মুফতি আনাস সাঈদ বলেন, ‘সানা খানের বিনোদন দুনিয়া ছাড়ার পেছনে আমার কোনো হাত নেই। আমি কখনোই সানাকে নির্দিষ্টভাবে জীবনযাপনের জন্য বাধ্য করিনি। ৬ মাস আগে ইনস্টাগ্রামে সানা জানিয়েছিলেন তিনি হিজাব পরবেন। তখন সবাই ভেবেছিল করোনার কারণে তিনিএমনটি করেছন। কিন্তু সানা সবসময়ই কাজের জায়গা থেকে নিজেকে আলাদা রাখতে চেয়েছিলেন। আমি ভেবেছিলাম, ওকে কিছুটা সময় দেওয়া উচিত। তবে ও হঠাৎই বিনোদন দুনিয়া ছাড়ার কথা ঘোষণা করে দিল। এতে আমিও কিছুটা হতবাক হয়েছিলাম।'

মুফতি আনাস সাঈদ আরো বলেন, ‘আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যে, আমি সানাকে বিয়ে করতে চাই এবং তিনি আমার প্রার্থনা শুনেছিলেন। আমার মনে হয় আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম, হয়ত এত খুশি হতাম না। সানা নিজে সম্পূর্ণ নয়, তবে ও আধ্যাত্মিক, ক্ষমাশীল এবং স্বচ্ছ হৃদয়ের মানুষ। আমি সর্বদা এমন একটি মেয়েকে চেয়েছিলাম যে আমার পরিপূরক এবং আমাকে সম্পূর্ণ করবে।'

তিনি আরো বলেন, 'পরিচিতরা এখনও আমাকে জিজ্ঞাসা করছেন যে, আমি কীভাবে কোনও অভিনেত্রীকে বিয়ে করতে পারলাম? যারা এমন প্রশ্ন করছেন তারা ভীষণই সংকীর্ণ মনের। এটি আমার জীবন এবং এ বিষয়ে কারও মন্তব্য করা উচিত নয়। অন্যরা নির্দ্বিধায় ভাবতে পারে যে আমদের মধ্যে কোনও মিল নেই, তবে আমরা জানি আমরা কতটা সামঞ্জস্যপূর্ণ।'

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ