বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

ইসলামভীতি ছড়ায় এমন ‘বিষয়বস্তু’ ফেসবুক থেকে মুছে ফেলার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুসলিমবিরোধী বিষয়বস্তু মুছে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতাদের ৩০ জনের একটি দল। কথিত ইসলামফোবিয়ার বিষয়টিকে ‘বিপজ্জনক ও মারাত্মক’ বলে অভিহিত করে তারা এই আহ্বান জানান।

ডেমোক্রেটিক দলের কংগ্রেস সদস্য ডেবি ডিঙ্গেলের নেতৃত্বে আইনপ্রণেতারা বলেন, ‘ফেসবুক তাদের প্ল্যাটফর্মকে মুসলমানদের প্রতি অমানবিক ব্যবহার এবং বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও গণহত্যা উস্কে দেওয়ার মতো অপব্যবহারের’ প্রতিক্রিয়ায় ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে।

‘মুসলিমদের লক্ষ করে ছড়ানো ঘৃণা ও সহিংসতাকে কার্যকরভাবে রুখতে এখন পর্যন্ত ফেসবুকের অনীহাই পরিলক্ষিত হয়েছে’ উল্লেখ করে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গকে লেখা এক চিঠিতে তারা এ কথা বলেন।

আইনপ্রণেতারা ছয়টি মানদণ্ড চেয়েছেন, যেখানে মুসলিমবিরোধী ধর্মান্ধতার বিষয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন, মিলিশিয়া এবং শ্বেত আধিপত্যবাদীদের জন্য বৃহত্তর প্রয়োগকারী পদক্ষেপ এবং ফেসবুকের মুসলিমবিরোধী সহিংসতা, গণহত্যা এবং বন্দীদশা সক্রিয়করণের ওপর একটি স্বাধীন পর্যালোচনাসহ বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে।

অ্যাডভোকেসি গ্রুপ মুসলিম অ্যাডভোকেটসের পরিচালক স্কট সিম্পসন এই চিঠির জন্য আইন প্রণেতাদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমেরিকা ও বহির্বিশ্বের মুসলমানদের যে ক্ষতির কারণ হয়েছে তার জন্য ফেসবুককে দায়বদ্ধ করার পক্ষে’ এই চিঠি ব্যাপক ভূমিকা রাখবে।

চিঠিতে তিনি আরও বলেন, ‘ক্রাইস্টচার্চের শ্যুটার কেবল তার হত্যাযজ্ঞ লাইভ সম্প্রচারের জন্য ফেসবুক ব্যবহার করেনি বরং এই প্ল্যাটফর্মে সে একাধিক মুসলিমবিরোধী ঘৃণিত গোষ্ঠীর সদস্য ছিল। মুসলিমবিরোধী ঘৃণা ছড়ানোর মারাত্মক পরিণতি রয়েছে এবং মার্ক জুকারবার্গ ও শেরিল স্যান্ডবার্গকে তাদের প্ল্যাটফর্মে এটির বিস্তাররোধে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ