বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

যুক্তরাজ্যে করোনার টিকা দেয়া শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যে মার্কিন কোম্পানি ফাইজার এবং জার্মানির বায়োএনটেকের যৌথ প্রচেষ্টায় উদ্ভাবিত করোনার টিকাদান কার্যক্রম মঙ্গলবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) মঙ্গলবার থেকে সাধারণের মধ্যে টিকাদান কার্যক্রম শুরু করবে। ৩০ হাজার স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে যুক্তরাজ্য।

এদিকে, করোনার টিকাদান কার্যক্রমকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরের টিকা কার্যক্রম হিসেবে অভিহিত করা হচ্ছে।

সরকারি সিদ্ধান্ত অনুসারে, করোনা মোকাবিলার সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মীরা, ৮০ বছরের বেশি বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা সবার আগে করোনার টিকা পাবেন। এছাড়াও, যুক্তরাজ্যে টিকা দেয়ার স্থান হিসেবে প্রাথমিকভাবে ৫০টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডেও মঙ্গলবার (৮ডিসেম্বর) থেকে টিকা দেয়ার কাজ শুরু হবে। ওই অঞ্চলগুলোতেও হাসপাতাল থেকে করোনা টিকা দেয়া হবে।

এ ব্যাপারে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, করোনা টিকাদানের কার্যক্রম শুরু করতে পারার মুহুর্তটি যুক্তরাজ্যের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। টিকা দান কার্যক্রমের সময় সবাইকে স্থানীয় বিধিনিষেধ মেনে চলতে বলেছেন ম্যাট হ্যানকক।

অন্যদিকে, করোনা টিকাভর্তি বিশেষ কন্টেইনার বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে পৌঁছে গেছে। সেগুলোকে এখন তাপমাত্রা সুরক্ষিত অবস্থায় হাসপাতালগুলোতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

টিকাদান কার্যক্রমের ব্যাপারে এনএইচএসের পরিচালক অধ্যাপক স্টিফেন পাওস বলেছেন, অনেক জটিলতা সত্ত্বেও করোনার টিকার প্রথম ডোজ সোমবার হাসপাতালগুলোতে যাবে। মঙ্গলবার থেকে টিকা দেওয়া শুরু হবে।

এর আগে, ২ ডিসেম্বর যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের যৌথ উদ্যোগে উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দেয়। যুক্তরাজ্যই বিশ্বের প্রথম দেশ, যারা এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ