বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগরের প্রস্তাব করলো যোগী আদিত্যনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হায়দরাবাদ শহরের নাম পরিবর্তন করে ভাগ্যনগর করার সমর্থনে প্রচারে নামলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হায়দরাবাদ পৌরসভা নির্বাচনের প্রচারে এসে শনিবার এক পথসভায় আদিত্যনাথ নাম পরিবর্তনের প্রসঙ্গ তোলেন। খবর হিন্দুস্তান টাইমস।

তিনি বলেন, অনেকেই প্রশ্ন করেন, হায়দরাবাদের নাম ভাগ্যনগর রাখা যায় কিনা। আমি বলছি, কেন নয়? আমি তাদের বলি, আমরা ইতোমধ্যে ফৈজাবাদের নাম পালটে অযোধ্যা রেখেছি। উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পরে এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। তা হলে হায়দরাবাদের নাম কেন ভাগ্যনগর রাখা যাবে না?

এ সময় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের বিহারের বিধায়ক আখতারুল ইমানের ‘হিন্দুস্তান’ শব্দ উচ্চারণে আপত্তি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন যোগী।

তার কথায়, ‘বিহারে এআইএমআইএম-এর এক নবনির্বাচিত বিধায়ক শপথ গ্রহণের সময় হিন্দুস্তান শব্দ উচ্চারণে আপত্তি জানিয়েছেন। ওরা হিন্দুস্তানে বসবাস করবে অথচ হিন্দুস্তানের নামে শপথ নিতে ইতস্তত করবে। এতেই এআইএমআইএম-এর আসল চেহারা দেখা যাচ্ছে।’

শপথগ্রহণ অনুষ্ঠানে ইমান বলেছিলেন, ‘সংবিধান মেনে শপথ নেওয়া হয় এবং সেখানে সব জায়গায় ভারত শব্দটি উল্লেখ করা হয়েছে। আমি জানতে চাই শপথগ্রহণ অনুষ্ঠানে হিন্দুস্তান বলা যাবে না কি ভারত শব্দটি বলতে হবে। আমরা জনপ্রতিনিধি। আমাদের সবার ওপরে সংবিধানকে রাখতে হবে। আমি আমার দেশকে ভালোবাসি।’

অন্ধ্র প্রদেশের শাসকদল তেলাঙ্গনা রাষ্ট্রীয় সমিতির (টিআরএস) বিরুদ্ধে আক্রমণ করে যোগী বলেন, ‘টিআরএস ও এআইএমআইএম-এর বিষাক্ত জোট হায়দরাবাদের উন্নয়ন রোধ করছে। এখানে প্রতিটি নাগরিকের মন খারাপ। মানুষকে ন্যূনতম পরিষেবা দিতে ও রাজ্যের উন্নয়ন ঘটাতে ব্যর্থ সরকার ও পৌরসভা দায়িত্বে থাকা কর্মীরা।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ