মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

১ বছরে বেকার হবে ৪ কোটি ৭০ লাখ নারী: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারিতে বেকারত্বের কারণে বিশ্বজুড়ে বেড়েছে দারিদ্র্য। পুরুষের তুলনায় বেশি দুর্দশাগ্রস্ত হয়েছেন নারীরা। জাতিসংঘ বলছে, এক বছরে ৪ কোটি ৭০ লাখের বেশি নারী কর্মসংস্থানের অভাবে দারিদ্রের মুখে পড়বে। তাদের বেশিরভাগই সাব সাহারান আফ্রিকা ও লাতিন আমেরিকার নাগরিক।

আট মাস ধরে চলা করোনা মহামারিতে স্থবির পুরো বিশ্ব। অতি সংক্রামক ভাইরাস ঠেকাতে লকডাউন আর কড়াকড়িতে বন্ধ ছোট-বড় প্রায় সব কর্মক্ষেত্র। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কিছু খোলা হলেও, স্বাভাবিকের চেয়ে অনেক কম কর্মী নিয়ে চলছে সেসব প্রতিষ্ঠান।

দীর্ঘ সময় বন্ধ থাকার ফলে অনেকেই পুঁজি হারিয়ে ব্যবসা গোটাতে বাধ্য হয়েছেন। আর যারা চালু করেছেন তারাও কর্মী ছাঁটাই করে কর্মস্থলের ব্যয় সংকোচনের দিকে ঝুঁকছেন।

এক কর্মহীন নারী বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে আমি চাকরিতে ঢুকি। করোনার কারণে মার্চের মাঝামাঝি কাজ হারাই। মহামারির ফলে নতুন করে কোন কাজও জুটছে না। তাই পথেই রাত কাটাতে বাধ্য হচ্ছি।

জাতিসংঘ বলছে, মহামারিতে পুরুষের তুলনায় বেশি চাকরি হারিয়েছেন নারীরা। বেকার নারীদের বেশিরভাগই সাব সাহারান আফ্রিকা ও লাতিন আমেরিকার নাগরিক।

আরো এক কর্মহীন নারী বলেন, আমি বাসা বাড়িতে কাজ করতাম। কিন্তু করোনার প্রকোপে সেই কাজ হারাই। সংক্রমণের ভয়ে নতুন কাজের সুযোগ নেই। পুরনো কাজ ফিরে পাওয়ার আশাও দেখি না। করোনার ধাক্কা সবচেয়ে বেশি রিটেইল কোম্পানি, রেস্টুরেন্ট এবং হোটেল ব্যবসায়। আর এসব সেক্টরে কর্মরত বেশিরভাগ কর্মীই নারী।

আগামী বছর প্রতি ১০০ জন পুরুষের বিপরীতে ১১৮ জন নারী বেকার হবে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। আর ২০৩০ সাল নাগাদ ব্যবধান আরো বাড়বে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ