শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


একাদশের ভর্তি দ্বিতীয় দফায় আবেদন শুরু সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল (সোমবার) শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় দফায় আবেদন প্রক্রিয়া। যেসব কলেজ ভর্তি কার্যক্রম শুরু করেছে তারা সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ফি নিতে পারবে। এর বেশি ফি কেউ নিলে সরাসরি অভিযোগ দেয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম পর্যায়ে পছন্দের কলেজ পেয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী। তবে, আবেদন করেও কোনো কলেজ পায়নি ৬৪ হাজার ৯৭২ জন।

প্রথম দফায় সুযোগবঞ্চিত শিক্ষার্থীরা আবার অনলাইনে আবেদন করতে পারবেন সোমবার থেকে বুধবার পর্যন্ত। এরপরও যারা কলেজ পাবেন না, তারা আবেদনের সুযোগ পাবেন ৭ ও ৮ সেপ্টেম্বর।

প্রাপ্ত নম্বর অনুযায়ী আবেদন করেনি বলেই শিক্ষার্থীরা কলেজ পায়নি। তাই, দ্বিতীয় দফায় আবেদনের সময় সতর্ক থাকার আহ্বান বোর্ডের। এবার বাংলা মাধ্যমে ভর্তি ফি, সেশন চার্জসহ সর্বোচ্চ ফি নির্ধারণ হয়েছে সাড়ে ৭ হাজার টাকা। ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নিতে পারবে কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভর্তি হতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। ভর্তি বিষয়ক কোন অভিযোগ থাকলে সরাসরি বোর্ডে জানানোর আহ্বান বোর্ড কর্মকর্তাদের।

-এটি


সম্পর্কিত খবর