বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

কৃষ্ণসাগরের উপকূলে বিশাল গ্যাসের খনি পেল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক এবার কৃষ্ণসাগরের উপকূলে প্রাকৃতিক গ্যাসের বিশাল খনির সন্ধান পেয়েছে। এর ফলে দেশটির জ্বালানির চাহিদা মেটাতে আমদানির ওপর নির্ভরশীলতা খানিকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে।

গতকাল শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান নিজেই এ খবর দিয়েছেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, কৃষ্ণসাগরের উপকূলবর্তী এলাকায় গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে। খনিটিতে ৩২০ বিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুদ রয়েছে। দেশটির তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ’র মাধ্যমে খনিটির সন্ধান মিলেছে বলেও জানান তিনি।

এক প্রতিবেদনে পার্সটুডে জানিয়েছে, এর আগে গত সপ্তাহেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ভালো খবর জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণকে। তখন তিনি বলেছিলেন, খুব শিগগিরই একটি ভালো খবর আসছে, যার ফলে তুরস্কের এক নতুন অধ্যায়ের সৃষ্টি হবে।

এদিকে, নতুন প্রাকৃতিক গ্যাসের খনির সন্ধান পাওয়ায় দেশটির জ্বালানির চাহিদা মেটানোর ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরতা অনেকটাই কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ প্রতি বছর তুরস্ককে বিপুল অর্থের বিনিময়ে জ্বালানি আমদানি করতে হয়। গত বছরও দেশটি ৪ হাজার ১০০ কোটি ডলারের জ্বালানি আমদানি করেছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ভূমধ্যসাগর এবং কৃষ্ণসাগরের গভীরে ৯টি এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান চালানো হয়েছে। আর এতে ব্যবহৃত হয়েছে ফাতিহ ও ইয়াভুজ নামের জাহাজ। তুরস্ক যতদিন পর্যন্ত জ্বালানি রপ্তানিকারক দেশে পরিণত না হবে, ততদিন এই অনুসন্ধানের কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এরদোয়ান আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ আগামী ২০২৩ সালের মধ্যেই কৃষ্ণসাগরে প্রাপ্ত খনির গ্যাস ব্যবহার করতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ