বেলায়েত হুসাইন: মুসলমানরা মসজিদুল আকসার একমাত্র পৃষ্ঠপোষক ও অবিভাবক বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শায়খ মুহাম্মাদ হুসাইন। তিনি বলেছেন, অবৈধ ইহুদিদের প্রথম কিবলার ওপর দখলদারি করার কোন অধিকার নেই।
সাম্প্রতিক একটি বক্তৃতায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সমালোচনা করার সময় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব স্থাপনকারীরা আল কুদস (জেরুসালেম) ও আল আকসাকে শত্রুদের হাতে অর্পণের ষড়যন্ত্র করছে। জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দানকারী কিভাবে পূন্যময়ী এই নগরীর স্বাধীনতার কথা চিন্তা করে?
শায়খ মুহাম্মাদ হুসাইনের দাবি, সংযুক্ত আরব আমিরাতের জন্য মসজিদুল আকসায় নামাজ পড়া শারঈভাবে সম্পূর্ণ হারাম। মসজিদুল আকসায় শুধু ওইসব মুসলমান নামাজ আদায় করতে পারেন যারা ইসলামি শরীয়াহ মান্য করেন; যারা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে- পবিত্র এই মসজিদে নামাজ পড়বে- তাদের নামাজ শুদ্ধ হবে না।
-এএ