বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

‘পাকিস্তান সরকার ধীরে ধীরে ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার পথেই অগ্রসর হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে ওলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, ইমরান খানের সরকার ধীরে ধীরে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দেয়ার পথেই অগ্রসর হচ্ছে।

গতকাল রোববার পেশোয়ারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে ফিলিস্তিনিদের অধিকারের বিরুদ্ধে প্রস্তাব পাস করার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, কাশ্মীর ও ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য কোনো ভূমিকা আমরা রাখতে পারিনি। আজ যে ধরনের শাসক আমাদের ওপরে চাপিয়ে দেয়া হচ্ছে তাদের মধ্যে ধর্ম ও সভ্যতার বালাই নেই। এই মুহূর্তে নিঃস্বার্থভাবে আমাদের লড়াই করে যেতে হবে এবং মনে রাখতে এ দেশকে ষড়যন্ত্রের কবল থেকে বাঁচাতে হলে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার বিকল্প নেই।

জমিয়তে ওলামায়ে ইসলামের এ নেতা বলেন, আমাদের রাজনৈতিক এই দলের সুদীর্ঘ ১০০ বছরের গৌরবময় ইতিহাস রয়েছে। তিনি বলেন, ইসলাম ও মানবকল্যাণে সদা নিয়োজিত এ কাফেলাটি ১৯১৯ সালে দেশের মুক্তি ও মুসলিম জাতির নেতৃত্ব দেয়ার জন্য যাত্রা শুরু করেছিল এবং ধীরে ধীরে আমরা দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি।

১৯৭৩ সালে সংবিধানে লেখা হয়েছিল- আগামীতে যত আইন প্রণয়ন করা হবে, তার সবই হবে কোরআন ও সুন্নাহর আলোকে। ২০২০ পর্যন্ত একটি আইনও সে মোতাবেক করা হয়নি বলে অভিযোগ তোলেন মাওলানা ফজলুর রহমান। সূত্র: ডন নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ