বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

কাশ্মিরে নতুন করে আতঙ্ক, তিন পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আবারো হামলার ঘটনা ঘটেছে। এতে সেনা জওয়ান ও পুলিশের অন্তত তিন সদস্য নিহত হয়েছে।

হামলার পর সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সেখানে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এ নিয়ে ভূস্বর্গ খ্যাত উপত্যকাটিতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে।

আজ সোমবার সকালে টহল দেওয়ার সময় যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। এতে দুই সিআরপিএফ জওয়ান এবং এক পুলিশ সদস্য নিহত হয়। উত্তর কাশ্মিরের বারমুল্লা জেলার তিনডিম গ্রামের কাছে টহল দিচ্ছিল সিআরপিএফ জওয়ান ও পুলিশ সদস্যরা।

কাশ্মির পুলিশের আইজি বিজয় কুমারের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে বলেছে, যৌথবাহিনীর সদস্যররা টহল দেওয়ার সময় আচমকাই তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে অজ্ঞাতরা। এতে গুরুতর আহত হন দুই সিআরপিএফ জওয়ান ও এক পুলিশ সদস্য। পরে তাদের হাসপাতালে আনা হলে তিনজনেরই মৃত্যু হয়।

এদিকে, হামলার পর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। তাদের খোঁজে গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। এর ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাশ্মির উপত্যকায়।

এর আগে ভারতের স্বাধীনতা দিবসের (১৫ আগস্ট) আগের দিন শ্রীনগর সংলগ্ন বাইপাসে হামলা চালায় অজ্ঞাতরা। নওগ্রাম বাইপাসে টহল দেওয়ার সময় পুলিশের ভ্যানে চালানো হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়। এ ছাড়া কয়েক দিন আগে শ্রীনগর সংলগ্ন বাইপাসে টহলরত সেনাদের ওপর হামলা চালানো হলে দুই জওয়ান নিহত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ