আওয়ার ইসলাম: নেপালে একাধিক ভূমিধসে ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন অন্তত ৩০ জন।
গতকাল শনিবার নেপালের কয়েকটি পাহারি এলাকায় টানা বৃষ্টি থেকে ভূমিধ্বস দেখা দেয়।
দেশটির রাজধানী কাঠমাণ্ডু থেকে কিছু দূরে শিন্ধু পালসক এলাকায় ভূমিধসে ১০ জনের প্রাণহানি হয়। এছাড়া কালিকটে ভূমিধসে ৮ জনের মৃত্যু হয়। কর্তৃপক্ষ জানায়, পাহাড়ের তলদেশে গ্রাম গুলোতে ভূমিধ্স হওয়ায় অনেকে মাটির নিচে চাপা পরে থাকতে পারে।
দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত আছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ভূমিধসের কারণে দুই এলাকায় দুশো ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ বছর নেপালে বন্যা ও ভূমিধসে মোট ২১৫ জনের প্রাণ গেছে। নিখোঁজ রয়েছেন ৮৫ জন।
-এটি