আওয়ার ইসলাম: মিয়ানমারে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন রাখাইন রাজ্যের পুলিশ প্রধান ক্যাপ্টেন তুন নাইং উ। গত বুধবার রাতে রাজ্যের কায়াকতাও শহরের পুলিশ স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির পুলিশ বাহিনী।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার টাইমসের খবরে বলা হয়, ওইদিন রাতে পুলিশ স্টেশনের কাছে একটি শপিং মল থেকে কেনাকাটা করে ফিরছিলেন ক্যাপ্টেন তুন নাইং উ। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অং মায়ো তুন।
প্রতিবেদনে বলা হয়, শপিং মল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই চারজন অজ্ঞাত বন্দুকধারী তাদের ওপর গুলি চালায়। এ সময় একটি গুলি এসে তুন নাইং উ'র মাথায় লাগে। সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে পড়ে যান এবং মারা যান। তার সঙ্গে থাকা সহকারী এসআই বন্দুকধারীদের আটকানোর চেষ্টা করেন। তাদের সঙ্গে ধস্তাধস্তিও করেন। কিন্তু তাদের কাউকে আটকানো যায়নি। বন্দুকধারীরা দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
ঠিক কি উদ্দেশে অজ্ঞাত বন্দুকধারীরা পুলিশ প্রধানকে হত্যা করেছে তা এখনো জানতে পারেনি দেশটির পুলিশ বাহিনী। তবে এ ঘটনাটি সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।
দেশটির পুলিশ বাহিনী ধারণা করছে, আরকান আর্মি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। কারণ গত এক বছরে তাদের হামালায় মিয়ানমার পুলিশের অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।
-এটি