বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

বাবরি মসজিদের স্থলে রামমন্দির নির্মাণ মুসলিমদের জন্য বেদনাদায়ক: মুফতি খালিদ সাইফুল্লাহ রাহমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

ভারতের 'অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড'- এর সেক্রেটারি মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানী বলেছেন, অবৈধভাবে অযোধ্যার বাবরি মসজিদ শহীদ করার পরে একইস্থানে রামমন্দির নির্মাণ মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বেদনাদায়ক খবর। তিনি মসজিদের স্থলে মন্দির নির্মাণকে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতা আখ্যা দিয়েছেন।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমে প্রেরিত 'অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড'- এর এক বিবৃতিতে দেশটির শীর্ষ এই আলেম এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি জানান, বাবরি মসজিদের স্থলে যাতে রামমন্দির নির্মিত না হয়- এজন্য 'অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড' হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্ট পর্যন্ত সর্বশক্তি দিয়ে আইনি লড়াই করেছে।এমনকি সুপ্রিমকোর্টের সিদ্ধান্তের পরে আমরা বিষয়টি পুনঃবিবেচনার জন্যও আহবান জানাই, কিন্তু আফসোস হলো- মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মিত হয়নি- সুপ্রিমকোর্ট এই কথা স্বীকার করার পরও তাদের নিজস্ব বিশ্বাসের ভিত্তিতে এরকম ফায়সালা দিয়েছেন।

মুফতি খালেদ সাইফুল্লাহ রাহমানী আরো বলেন, সংখ্যাগরিষ্ঠের অসন্তুষ্টি দূর করতে সুপ্রিমকোর্টের পক্ষ থেকে এই রায় এসেছে- এখানে মুসলমানদের মতামত গ্রহণ করা হয়নি। আর এই সিদ্ধান্তে বিশ্ব দরবারে ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে বলে তিনি দাবি করেন।

এখনের এই পরিস্থিতিতে মুফতি খালেদ সাইফুল্লাহ রাহমানী মুসলমানদের ধৈর্য ধারণে আহবান জানিয়েছেন। একইসঙ্গে সবাইকে আল্লাহর নিকট এই মর্মে দোয়া করার প্রতি গুরুত্বারোপ করেন- যেন দেশব্যাপী জ্বলে ওঠা সাম্প্রদায়িকতার আগুন খুব শিগগির তিনি নিভিতে দেন।

সূত্র: মিল্লাত টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ