বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

দশ হাজার হাজি যেভাবে জড়ো হয়েছেন আরাফার ময়দানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে এবার ভিন্ন এক বাস্তবতায় সীমিত সংখ্যক মুসলি­র অংশগ্রহণে হজ পালিত হচ্ছে। মূল আনুষ্ঠানিকতা পালনে ফজরের নামাজ আদায় করে মিনা থেকে আরাফাত ময়দানে জড়ো হয়েছেন হাজীরা।

দুপুরে, আরাফাতে মসজিদে নিমরাহ থেকে হজের খুতবা দেবেন সৌদি আরবের শায়খ আব্দুল্লাহ ইবনে সুলাইমান আল-মানিয়া। এবার হজে এক হাজার সৌদিবাসীর অংশ নেবার কথা থাকলেও শেষ পর্যন্ত ১০ হাজার মুসলি­ অংশ নিচ্ছেন।

হজের আনুষ্ঠানিকতার সবই আছে, কেবল নেই লাখো মুসলি­’র অংশগ্রহণ। সৌদি আরবের ঐতিহাসিক আরাফাত ময়দানে লাব্বাইক ধ্বনিতে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন মুসলি­রা।

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক মুসলি­ এবার হজ পালন করছেন। ফজরের নামাজ আদায় করে তারা মিনা থেকে আরাফাতের ময়দানে জড়ো হন। আরাফাত ময়দানে মসজিদে নিমরাহ থেকে মুসলিম উম্মাহর উদ্দেশ্যে হজের খুতবা দেবেন সৌদি আরবের প্রবীণ শায়খ ডক্টর আব্দুেহ ইবনে সুলাইমান আল-মানিয়া। এবারই প্রথম আরবি ভাষায় দেয়া খুতবা বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদ করে প্রচার হবে।

খুতবার পর এখানেই এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। সুর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে মুজদালিফায় গিয়ে আবারো এক আজানে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন তারা। রাতে অবস্থান করবেন মুজদালিফার খোলা মাঠে। পরদিন শয়তানের উদ্দেশ্যে পাথর ছুড়ে মারবেন ও সাধ্যমত পশু কোরবানী করবেন। এজন্য আগে থেকে জীবাণুমুক্ত প্যাকেটজাত পাথর দেয়া হবে হাজীদের।

করোনার কারণে এবার কেবল সৌদি আরবে বসবাসকারী ১০ হাজার মুসলি­ হজ পালন করার অনুমতি পেয়েছেন। হাজিদের মানতে হচ্ছে বিশেষ স্বাস্থ্য নির্দেশিকা। এরপর হাজিরা ২০ জনের গ্র“প করে মক্কায় ফিরে কাবা শরীফ ‘তাওয়াফ’ এবং সাফা ও মারওয়ায় ‘সায়ী’ করে আবারও ফিরে যাবেন মিনায়। ১১ জিলহজ আরো কিছু আহকাম পালন এবং কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে পবিত্র হজের সব আহকাম-আরকান।

এদিকে, ইসলামী শরীয়া অনুযায়ি জিলহজ মাসের নবম তারিখে বদলানো হয়েছে কাবা শরীফের গিলাফ। কাবা শরীফ ও মসজিদে হারামাইনের কাস্টোডিয়ান সৌদি বাদশাহর প্রতিনিধিরা কাবা শরীফের গিলাফ পরিবর্তনের অংশ নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ